গুলশানে নিহত ৬ জাপানি মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তা

0
0

গুলশানে নিহত ৬ জাপানি মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তা

গুলশানের অভিজাত হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহত ৬জাপানের নাগরিক বাংলাদেশ সরকারের মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।রোববার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।ওবায়দুল কাদের বলেন, ‘নিহত ৬ জাপানি নাগরিক মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক হিসেবে কাজ করতেন। তবে এ ঘটনায় মেট্রোরেল প্রকল্পে কোনো প্রভাব পড়বে না।শুক্রবার রাতে গুলশান ২ এর ৭৯ নম্বর রোডের ৫ নম্বর বাড়িতে অবস্থিত ওই রেস্টুরেন্টে হামলা চালায় কয়েকজন অস্ত্রধারী। ওই সময় রাতের খাবার খেতে আসা লোকজনকে জিম্মি করে তারা।

শনিবার সকালে সেনাকমান্ডোর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ৬ সন্ত্রাসী নিহত হওয়ার খবর জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রেস্টুরেন্টের ভেতর থেকে ২০ বিদেশির লাশ উদ্ধারের খবরও জানানো হয়। তবে এর আগে শুক্রবার রাতেই সন্ত্রাসীদের বোমার আঘাতে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।ওবায়দুল কাদের বলেন, গুলশানের এ হামলা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের একটি অংশ। এটি জাপান সরকারও জানে।তিনি আরও জানান, রোববার জাইকার প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছে। তাদের সঙ্গে আলোচনা করবে সরকার। ওবায়দুল কাদের বলেন, নিহত ছয় নাগরিক মেট্রোরেল রুট ১ এবং মেট্রোরেল রুট ৫ প্রকল্পের সমীক্ষক হিসেবে কাজ করছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় মেট্রোরেল প্রকল্পে কোনো প্রভাব পড়বে না। গুলশানের হামলা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের একটি অংশ- এটা জাপান সরকারও জানে।পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে রোববার জাইকার প্রতিনিধিদল ঢাকায় এসে পৌঁছেছে বলে জানান সড়ক পরিবহনমন্ত্রী।নিহত ওই সাত জাপানি ঢাকায় জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা- জাইকার একাধিক উন্নয়ন প্রকল্পে কাজ করছিলেন, যাদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী। টোকিওভিত্তিক তিনটি পরামর্শক কোম্পানিতে কর্মরত ওই সাত জন একসঙ্গে ওই রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন বলে জাপান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগার বরাত দিয়ে আরেক প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে নিহতের ছবি ও জিনিসপত্র দেখে ঢাকায় দেশটির দূতাবাসের কর্মকর্তারা তাদের শনাক্ত করেছেন।জাইকার অর্থায়নে ২০ কিলোমিটার দৈর্ঘ্যরে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রায় ২২ হাজার কোটি টাকার মেট্রোরেল রুট-৬ প্রকল্পে জাইকা সহায়তা দিচ্ছে ১৬ হাজার ৬০০ কোটি টাকা।পাশাপাশি আরও দুটি রেলরুট নির্মাণের প্রস্তুতি শুরুর কথা ইতিমধ্যে জানিয়েছে সরকার। ৪২ কিলোমিটার দৈর্ঘ্যরে রুট-১ হচ্ছে গাজীপুর থেকে ঝিলমিল প্রকল্প পর্যন্ত। মহানগরীর পূর্ব-পশ্চিমে সংযোগ বাড়াতে চূড়ান্ত করা হয়েছে মেট্রোরেল-৫ এর রুট।

গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি, জিম্মি হন দেশি বিদেশি অন্তত ৩৩ জন।

প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় জবাই করা অবস্থায়।নিহতদের মধ্যে সাত জাপানি ছাড়া নয়জন ইতালির ও একজন ভারতের নাগরিক রয়েছে। বাকি তিনজন বাংলাদেশি, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল।এর আগে রাতে রেস্তোরাঁয় হামলার পরপরই সেখানে আটকেপড়াদের উদ্ধারে গিয়ে হামলাকারীদের বোমা-গুলিতে নিহত হন গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here