ঢাকাজুড়ে রেড অ্যালার্ট, ৪ কিলোমিটারে নিরাপত্তা বলয়, কঠোর নিরাপত্তা বলয়ে ময়মনসিংহ

0
162
01-07-16-Shootings Blasts At Gulshan Restaurant-13গুলশানের ‘হলি আর্টিসান বেকারি’ রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার পর ঢাকাজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কয়েকস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে রেস্টুরেন্টকেন্দ্রিক ৪ কিলোমিটার এলাকাজুড়ে। প্রশাসনের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। শুক্রবার (১ জুলাই) দিনগত রাতে হামলার পর শনিবার (২ জুলাই) ভোররাতের দিকে এ অ্যালার্ট জারি করা হয়। রাজধানীর গুলশানে রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় ময়মনসিংহে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (১ জুন) রাত থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, কেন্দ্রীয় কারাগারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ময়মনসিংহ পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম জানান, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জোরদার করা হয়েছে গোটা জেলার নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে, রাত সাড়ে নগরীতে বিশেষ মহড়া দেয় ময়মনসিংহ র‌্যাব-১৪। র‌্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আরা জানান, র‌্যাবের তিনটি টিম নগরীতে তৎপর রয়েছে। যে কোনো ধরনের নাশকতা মোকাবিলায় আমরা প্রস্তুত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here