গুলশানের রেস্টুরেন্টে হামলাকারী ৫ জনের ছবি প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)।

0
0

হামলাকারীরা শনাক্ত!গুলশানের রেস্টুরেন্টে হামলাকারী ৫ জনের ছবি প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)। আইএসের বরাত দিয়ে এক টুইটারে এদের ছবি প্রকাশ করেছে বিতর্কিত মার্কিন ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স।

এর আগে গুলশানে হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টের ভেতরের কিছু বীভৎস ছবি ও সেনাবাহিনির নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানের দৃশ্য প্রকাশ করেছে আইএস। তাদের মুখপাত্র হিসেবে পরিচিত আমাক এজেন্সি টুইটারে (#Amaq Agency) কিছু ছবি প্রকাশ করেছে। তবে ছবিগুলো যে তাদেরই এটা নিশ্চিত করার মতো কোনো সূত্র পাওয়া যায়নি।

এছাড়া শুক্রবার রাত হামলার ঘণ্টা কয়েক পরই দায় স্বীকার করে আইএস। আমাক এর বরাত দিয়ে এমন তথ্যই জানায় বিতর্কিত মার্কিন ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স। এমনকি ২০ জনকে হত্যার কথাও উল্লেখ করা হয়। শনিবার সকালে যৌথ বাহিনির অভিযানে ঠিক ২০ জনের মৃতদেহই উদ্ধার করা হয়।

জিম্মি সঙ্কট নিরসনে সেনাবাহিনির নেতৃত্বাধীন অভিযানে ৬ সন্ত্রাসী নিহত হওয়ার খবর দিয়েছে আন্তঃবাহিনি জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সে হিসাবে এই ঘটনায় মোট নিহদের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here