ভারতীয় বাহিনীতে নিজেদের তৈরি যুদ্ধবিমান ‘তেজস’

0
0

TEJAS-Squadrons_6ভারতের বিমান বাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো নিজেদের তৈরি যুদ্ধবিমান ‘তেজস’। ‘বিশ্বের সবচেয়ে ছোট ও হালকা’ এবং ‘শব্দের চেয়েও দ্রুতগামী’ এই যুদ্ধবিমান তৈরি করেছে হিন্দুস্তান এরোনটিকস লিমিটেড (এইচএএল)।

তেজসের অন্তর্ভুক্তির মাধ্যমে ‘ফ্লায়িং ড্যাগার্স ৪৫’ নামে একটি স্কোয়াড্রন গঠন করা হয় বিমান বাহিনীতে। শুক্রবার (১ জুলাই) বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই স্কোয়াড্রনের সূচনা করা হয়। প্রায় ৩০০ কোটি রুপি ব্যয়ে বানানো এই যুদ্ধবিমান আপাতত থাকছে বেঙ্গালুরুর বিমানঘাঁটিতে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ইঞ্জিনসহ অনেক মালপত্র বিদেশ থেকে আমদানি করা হলেও লাইট কমব্যাট এয়ারক্র্যাফটটি তৈরি করা হয়েছে দেশীয় প্রযুক্তি এবং দেশীয় পদ্ধতিতেই। আপাতত দু’টি ‘তেজ’স যুক্ত হলেও চলতি অর্থবছরে ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হবে আরও এমন ছয়টি যুদ্ধবিমান।

গত মাসে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা সুপারসনিক যুদ্ধবিমানটিতে আকাশে ওড়েন। তার সবুজ সংকেত পেয়েই শুক্রবার আনুষ্ঠানিকভাবে ডানা মেললো ‘তেজস’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here