প্রথমবারের মতো ব্রি’র নারী মহাপরিচালক নিযুক্ত

0
0

Gazipur-(2)- 01 July 2016- BRRIবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর মহাপরিচালক পদে যোগদান করেছেন ড. ভাগ্য রানী বণিক। কৃষি মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। ব্রি’র সাড়ে চার দশকের ইতিহাসে এই প্রথম একজন মহিলা এর শীর্ষ পদে আসীন হলেন। ড. বণিক ইতোপূর্বে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের পরিচালক, প্রশিক্ষণ ও যোগাযোগ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ব্রি’র বিদায়ী মহাচরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাসের স্থলাভিষিক্ত হলেন। ড. বণিক ১৯৫৮ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বাঘমারায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) বৈজ্ঞানিক কর্মকর্তা পদে যোগদান করেন। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (সাবেক বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট) থেকে ১৯৮২ সালে বিএসসি এজি অনার্স ডিগ্রি লাভ করেন। ১৯৮৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং এ ¯œাতকোত্তর ও ২০০৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিশিষ্ট ভূট্টা বিজ্ঞানী ড. বণিক চাকুরি জীবনে কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। জাতীয় ও আর্ন্তজাতিক জার্নালে প্রকাশিত তার গবেষণা নিবন্ধের সংখ্যা ৩৭টি। বৃহস্পতিবার ব্রি’তে তার দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. শাহজাহান কবীর ও পরিচালক (গবেষণা) ড. মো. আনছার আলী ও প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here