গুলশানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়, বিদেশিরা জিম্মি, গোলাগুলি চলছে

0
0
গুলশানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়, বিদেশিরা জিম্মি, গোলাগুলি চলছেরাজধানীর গুলশান ৭৯ নম্বর রোডে হলি আর্টিসন বেকারি নামে একটি রেস্টুরেন্টে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনাটি শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ।
তিনি বলেছেন, ভেতরে বেশ কয়েকজনকে জিম্মি করা হয়েছে। তবে আমরাও সতর্ক অাছি তাদের উদ্ধারে। আর আমরা পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে সন্ত্রাসীদের সঙ্গে কথা বলবো।
রাজধানীর গুলশানে ২ এর ৭৯ নম্বর রোডে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছে। ২ পুলিশ সদস্যসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ডিবির এসপি রবিউল গুলিবিদ্ধ। সেখানে বিদেশি নাগরিকসহ কয়েকজন জিম্মি রয়েছে।
রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে হামলা চালিয়েছে কয়েকজন বন্দুকধারী। প্রথমে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং পরে গুলি ছোড়ে। এসময় পুলিশও তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি একতরফা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুলশান জোনের পুলিশের ডিসি মোস্তাক আহমেদ বলেন, গুলশান ২ এর ৭৯ নম্বর রোডের লেকভিউ রেস্টুরেন্টের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ ও একজন পথচারী বিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, পুলিশের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় সন্ত্রাসীদের কয়েকজন লেকভিউয়ের পাশে একটি ক্লিনিকে আশ্রয় নিয়েছে। পুলিশ রেস্টুরেন্ট ও ক্লিনিকটি ঘিরে রেখেছে। ঘটনাস্থলের আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ আছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আট থেকে নয় জন বন্দুকধারী ওই রেস্টুরেন্টে হামলা চালায়। এরা সবাই তরুণ বয়সী। থেমে থেমে গুলি চলছে এখনো। ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব, সোয়াত  গোয়েন্দা বাহিনির লোকজন অবস্থান করছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি পুলিশের কনস্টেবল আলমগীর (২৬) বাম পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ, কনস্টেবল প্রদীপ (২৮) গালে ও ডান পায়ে এবং মাইক্রোবাস চালক আব্দুর রাজ্জাক রানা (৩০) গলায় গুলিবিদ্ধ হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here