যুক্তরাষ্ট্রের সাথে ২শ’ ৭০ কোটি ডলার সামরিক ঋণ চুক্তি স্বাক্ষর ইরাকের

0
223

যুক্তরাষ্ট্রের সাথে ২শ’ ৭০ কোটি ডলার সামরিক ঋণ চুক্তি স্বাক্ষর ইরাকের

ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ের জন্যে ইরাক যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধাস্ত্র ক্রয় এবং ট্যাঙ্ক ও যুদ্ধবিমান মেরামতের জন্য বুধবার ২শ’ ৭০ কোটি ডলারের সামরিক ঋণ চুক্তি স্বাক্ষর করেছে।

মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন রাষ্ট্রদূত স্টুয়ার্ট জোনেস ও ইরাকের অর্থ মন্ত্রী হোশেয়ার জেবারি চুক্তি পত্রটি স্বাক্ষর করেন।জোনেস বলেন, যুক্তরাষ্ট্রের বৈদেশিক সামরিক আর্থিক ঋণ সংস্থা যুদ্ধাস্ত্র ক্রয় এবং এফ-১৬ যুদ্ধবিমান ও এম১এ১ ট্যাঙ্ক মেরামতের জন্য দীর্ঘ মেয়াদি ঋণ দিয়ে ইরাককে সহযোগিতা করবে।এই চুক্তি অনুযায়ী ইরাক এ সামরিক ঋণ পরিশোধে সাড়ে আট বছর সময় পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here