আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে পুলিশ ক্যাডেটদের বহনকারী তিনটি বাসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।এক পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, ওয়ারদাক প্রদেশ থেকে ক্যাডেটরা প্রশিক্ষণ শেষে গ্রাজুয়েশন অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসগুলোর ওপর হামলা হয়।তিনি জানান, দুই হামলাকারী এ হামলা চালিয়েছে এবং এতে বহু মানুষ হতাহতের ঘটনা ঘটেছে।
ওদিকে, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে।তালেবান হামলার দায় স্বীকার করেছে। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, প্রথম হামলাটি হয়েছে পুলিশ ক্যাডেট এবং তাদের প্রশিক্ষকদের বহনকারী একটি বাসে।
এরপর উদ্ধারকারী এবং জরুরি সেবা কর্মীরা আসার পর তাদের গাড়ির ওপর দ্বিতীয় আরেকটি বিস্ফোরকভর্তি গাড়ি বোমা হামলা হয়। এতে আরও মানুষ নিহত হয়।এক সপ্তাহের কিছু বেশি সময় আগে একটি বাসে বোমা হামলায় ১৪ জন নিহত হওয়ার ঘটনার পর পুলিশ ক্যাডেটদের ওপর এ হামলা হল।