বগুড়ারআদমদীঘিতে সাবেক স্ত্রীকে পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা চেষ্টার মামলায় তালাকপ্রাপ্ত স্বামীকে মৃত্যুদ- দিয়েছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল।একই মামলায় অপর তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদ- দেওয়া হয়েছে।বুধবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। এ সময় দুই আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার তালশন গ্রামের আবদুল করিমের ছেলে সোহেল ইবনে করিম (৩৫)।
যাবজ্জীবন কারাদ- প্রাপ্তরা হলেন বগুড়ার ফুলবাড়ি উপজেলার সরকারপাড়া গ্রামের মনিরুজ্জামান সরকারের ছেলে শাকিল সরকার (২৮), আদমদীঘি উপজেলার সন্তোষ চন্দ্র ঘোষের ছেলে সেনগুপ্ত ঘোষ (৩৫) এবং দুপচাঁচিয়া উপজেলার বাটাহারা গ্রামের খয়বর আলী ফকিরের ছেলে আহাদ আলী (৪০)। এর মধ্যে শাকিল সরকার ও সেনগুপ্ত ঘোষ ছাড়া অন্যরা পলাতক রয়েছেন।মৃত্যুদন্ড প্রাপ্ত সোহেল ও আহাদ আলী এ মামলায় গ্রেফতার হয়। কিন্তু আদালত থেকে জামিন পাবার পর আর আত্মসমর্পণ করেননি। বর্তমানে তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে।
রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, ভিকটিম শিরিন আক্তার (২৫) আসামি সোহেল ইবনে করিমের তালাকপ্রাপ্ত স্ত্রী ছিলেন। এরপরও নানা কারণে সোহেল তাকে বিভিন্ন সময় হত্যার হুমকি দিতেন।২০১২ সালের ১৩ ডিসেম্বর বিকেলে আসামিরা একটি মাইক্রোবাসে করে আদমদীঘি উপজেলার মুরইল গ্রামে শিরিন আক্তারের বাবা আজিজার রহমানের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়িতে তার বাবা-মা না থাকার সুযোগে আসামিরা তাকে জোর করে বাড়ির পেছনে নিয়ে যায়। এরপর তারা তাকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার দুই পায়ের রগ কেটে দেয়।এতে শিরিন আক্তার মারা গেছেন ভেবে আসামিরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ওই সময় শিরিন আক্তার মারা না গেলেও চিরদিনের মতো বাকরুদ্ধ হয়ে পড়েন।২০১৩ সালের ২৬ আগস্ট শিরিন আক্তার মারা যান। এ ঘটনায় ওই আসামিদের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ তাদের আটক করে।
মামলাটি বগুড়া জজ আদালতে চলা অবস্থায় তারা আদালত থেকে জামিন পায়। পরে চাঞ্চল্যকর এ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য বগুড়া থেকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।মোট ১১জনের সাক্ষ্য গ্রহণ করে উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত এ রায় দেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম, শহিদুল ইসলাম খোকন।