যশোরের ‘তসবীর মহল’ সিনেমা হল সিলগালা

0
0

‘তসবীর মহল’ সিনেমা হলঅশ্লীল চলচ্চিত্র প্রদর্শনের অভিযোগে যশোর শহরের ‘তসবীর মহল’ সিনেমা হল সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া হলের ম্যানেজারসহ তিন কর্মচারীকে এক মাসের কারাদণ্ড এবং পর্ণো ছবির একটি রিল জব্দ করা হয়। বুধবার (২৯ জুন) বিকেলে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার সিনেমা হলটি সিলগালার নির্দেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, হলের ম্যানেজার শহরের ওয়াপদা পাড়া এলাকার মৃত মনোহর আলীর ছেলে আলী হোসেন, হলটির কর্মচারী শহরের পুরনো কসবা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ কুটি ও শহরের রেলরোড এলাকার নির্মল বোসের ছেলে শিমুল বোস। ভ্রাম্যমাণ আদালতের পেশকার বদিউজ্জামান সন্ধ্যায় জানান, যশোর শহরের মাইকপট্টি এলাকার তসবীর মহলে সিনেমা চলাকালে অশ্লীল দৃশ্য প্রদর্শন করা হয়। দীর্ঘদিন ধরে হলটির বিরুদ্ধে এ অভিযোগের ভিত্তিতে বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযানে চালায়। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়‍ায় তিন কর্মচারীকে এক মাস করে কারাদণ্ড ও হলটি সিলগালা করার নির্দেশ দেওয়া হয়। অভিযানে সহায়তা করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here