আধুনিক ধান ও প্রযুক্তি ব্যবহার করে দক্ষিণাঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে

0
0

gazi

কৃষকের মাঠে নতুন জাতের ধান চাষে আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ করে ধানের ফলন কৃষক পর্যায়ে ৮-১০ ভাগ বৃদ্ধি পেয়েছে এবং দক্ষিণাঞ্চলের এ পর্যন্ত প্রায় ৩০ হাজার ভুক্তভোগী উক্ত প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছে। এর ফলে গোপালগঞ্জ, পিরোজপুর ও বাগেরহাটের খাদ্যের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকের ঘরে খাদ্যের নিরাপত্তা তথা চালের নিশ্চয়তা প্রদান করা সম্ভব হয়েছে। পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাটসমন্বিত কৃষিউন্নয়নপ্রকল্প (আইএডিপি-পিজিবি) ব্রি অঙ্গেরআওতায় এসব প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে।

রবিবার গাজীপুরস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) অনুষ্ঠিত পিজিবিআই এডিপি’র ২য় মতবিনিময় সভায় কৃষি বিজ্ঞানীরা এসব তথ্য জানিয়েছেন। পিজিবি-আইএডিপি (ব্রি অঙ্গ) এর প্রকল্প পরিচালক ড. মোঃখায়রুল আলম ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি’র মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণপরিচর্যা) ড. মোঃ শাহজাহান কবীর ও পরিচালক (গবেষণা) ড. মোঃ আনছার আলী এবং ডিএই-এর আইএডিপি-পিজিবিপ্রকল্পের প্রকল্প সমন্বয়কারী পরিচালক মোহাম্মদ মহসীন।

সভায় কৃষি বিজ্ঞানীরা জানান, কৃষকদের মাঝে ব্যাপক চাহিদার ভিত্তিতে ব্রি উদ্ভাবিত হাইব্রিড ধানের বীজ কৃষকের মাঠে উৎপাদন করে,বীজ নেটওয়ার্ক তৈরিতে আইএডিপি-পিজিবি ব্যাপক ভূমিকা রেখেছে। প্রায় দুই হাজার কৃষকের মাঝে বিগত বছরে এর বীজ বিতরণ করা হয়েছে। বিগত বছরে ব্রি হাইব্রিড ধান প্রায় ২০০ কৃষকের মাঠে চাষ করা হয়েছে এবং হেক্টর প্রতি প্রায় ৮-৯ টন ফলন পাওয়ায় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। ব্রি উদ্ভাবিত হাইব্রিড ধানের জাতগুলোর বীজ কৃষক পর্যায়ে উৎপাদন করলে স্থানীয় ভাবে বীজ উৎপাদনকরী কৃষকরা যেমন লাভবান হবে তেমনি ভেজাল হাইব্রিড বীজ ক্রয় সম্ভাবনা থেকে কৃষকরা রক্ষা পাবে বলে ধান বিজ্ঞানীরা তাদের গবেষণালব্ধ ফলাফল প্রকাশ করেন।

এছাড়াও ধানের ব্লাস্ট, খোল পোড়া ও লাল কেঁচোর সংক্রামণ দক্ষিণাঞ্চলের ধান ও বীজ উৎপাদনে প্রধান অন্তরায়। সময়মত সঠিক মাত্রায় বালাইনাশক প্রয়োগের মাধ্যমে এই রোগ সমূহ নিয়ন্ত্রণ করে কৃষকেরা অধিক ধান তাদের ঘরে তুলতে সক্ষম হচ্ছে। কৃষিযন্ত্র ব্যবহারের মাধ্যমে কম সময়ে কৃষকরা অধিক লাভবান হচ্ছে। পোকাও রোগ ব্যবস্থাপনার আধুনিক ও সময় উপযোগী কলাকৌশল প্রয়োগের মাধ্যমে কৃষক পর্যায়ে উৎপাদন বৃদ্ধি ছাড়াও উন্নতমানের বীজ উৎপাদন নিশ্চিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here