জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত, ৫৩৮ কোটি ৭২লাখ টাকার বাজেট অনুমোদন

0
0

Gazipur-(1)- 25 June 2016-NU (Sinate Meeting)-1জাতীয় বিশ্ববিদ্যালয় সিনেটের ১৮তম অধিবেশন শনিবার অনুষ্ঠিত হয়েছে। সিনেট অধিবেশনে ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য ৫৩৮ কোটি ৭২ লাখ ৫৮ হাজার টাকার রাজস্ব ও উন্নয়ন বাজেট অনুমোদন করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে শনিবার এ অধিবেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিনেট অধিবেশনে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য অধ্যাপক মোঃ আলী আশরাফ ও মোঃ আব্দুল কুদ্দুস, এটর্নী জেনারেল খন্দকার মাহবুবে আলম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোঃ শরীফ এনামুল কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আসলাম ভূইয়া, শামসুজ্জামান খান, রামেন্দু মজুমদার, অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, অধ্যক্ষ মোঃ আব্দুর রশীদ প্রমূখ বক্তব্য রাখেন। এতে মোট ৬২ (বাষট্টি) জন সিনেট সদস্য উপস্থিত ছিলেন।

অধিবেশনের শুরুতে দেশের বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রস্তাব, বার্ষিক প্রতিবেদন, ২০১৫ সালের ১৩ জুন বার্ষিক ও ২৯ ডিসেম্বর বিশেষ সিনেট অধিবেশনের কার্যবিবরণী এবং ২০১৫-১৬ অর্থ বছরের সংশোধিত, ২০১৬-২০১৭অর্থ বছরের মূল বাজেট এবং ৩০জুন ২০১৫ সমাপ্ত অর্থ বছরের আর্থিক বিবরণী পেশ ও গৃহীত হয়। অনুষ্ঠানে বাজেট উত্থাপন করেন ট্রেজারের প্রফেসর মো. নোমান উর রশীদ। এছাড়াও অধিবেশনে নারায়নগঞ্জের স্কুল শিক্ষককে কান ধরে উঠ বস করানোর ঘটনায় নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়।

উপাচার্য হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বিগত তিন বছরের প্রচেষ্টায় ঘুরে দাঁড়িয়েছে, সেশনজট দ্রুত কমে আসছে, কলেজ শিক্ষার মানোন্নয়নে প্রায় ১৫শ কোটি টাকার ২টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। হতাশা আর অনিশ্চয়তা কাটিয়ে উঠে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকগণ এখন জাতীয় বিশ্ববিদ্যালয়কে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পারলে স্বল্প সময়ের ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এদেশে এক নব অধ্যায়ের সূচনা ঘটবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম জানান, অধিবেশনে সিনেট সদস্য হিসেবে সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here