গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ বুধবার বিকেলে জামিনে মুক্তি পেয়েছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, সাংবাদিক শওকত মাহমুদের জামিনের কাগজপত্র মঙ্গলবার রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২তে পৌছে। পরে তা যাচাই-বাছাই শেষে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এ সময় তার স্ত্রী ফেরদৌসী মাহমুদ জেলগেটে উপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ৩১ টি মামলা রয়েছে। গত বছরের ২২ আগস্ট গ্রেফতারের পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। এরপর একই বছরের ১২ সেপ্টেম্বর সেখান থেকে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২তে স্থানান্তর করা হয়।