পুরস্কার ঘোষিত নিহত জঙ্গির আসল নাম মুকুল রানা

0
0

পুরস্কার ঘোষিত নিহত জঙ্গির আসল নাম মুকুল রানা

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত পুরস্কার ঘোষিত ছয় জঙ্গির একজন শরিফুলের আসল নাম মুকুল রানা। সাতক্ষীরা থেকে ঢাকায় এসে তিনি কোনো দলের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন কি না, তা তাঁর পরিবার জানে না। তিনি ঢাকায় কী করতেন, সে খোঁজও জানা নেই পরিবারের।রোববার নিহত শরিফুলের লাশ নিতে আসা তাঁর দুলাভাই হেদায়েতুল ইসলাম ও চাচাতো ভাই রহমত এসব কথা বলেন। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকার মেরাদিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শরিফুল নিহত হন। পুলিশ বলছে, লেখক অভিজিৎ রায় হত্যাকান্ডে এই শরিফুলই নেতৃত্ব দিয়েছিলেন। অভিজিৎকে যেখানে হত্যা করা হয়, সেখানকার ভিডিও ফুটেজে শরিফুলের উপস্থিতি দেখা গেছে বলে পুলিশের দাবি।নিহত শরিফুলের পরিবারের ভাষ্য, তাঁর নাম মুকুল রানা। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁরা তিন ভাইবোন। চলতি বছরের ফেব্র“য়ারি মাসে মুকুল ঢাকা থেকে সাতক্ষীরায় গিয়েছিলেন। ওই মাসেই সেখানে বিয়ে করে আবার ফিরে যান তিনি। এরপর আর সাতক্ষীরা যাননি। সাতক্ষীরায় তাঁদের নিজেদের চিংড়ির ঘের রয়েছে।

নিহত শরিফুলের দুলাভাই হেদায়েতুল ইসলাম বলেন, মুকুল কোনো দলের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন কি না ও ঢাকায় তিনি কী করতেন, তা তাঁরা জানেন না। এর আগে যে পত্রিকায় তাঁর ছবি প্রকাশিত হয়েছিল, এটাও তাঁদের জানা নেই। বন্দুকযুদ্ধে নিহত শরিফুলের লাশ টেলিভিশনে দেখার পর তাঁরা লাশ নিতে সাতক্ষীরা থেকে ঢাকায় এসেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনলাইন মুখপত্র ডিএমপি নিউজে রোববার বলা হয়, শনিবার রাত পৌনে তিনটার দিকে গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল মেরাদিয়া এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় সন্দেহজনকভাবে তিন মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করে। এ সময় হঠাৎ মোটরসাইকেল আরোহীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় দুজন দৌড়ে পালাতে সক্ষম হলেও গোলাগুলির একপর্যায়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শরিফ গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় খিলগাঁও থানায় একটি হত্যা মামলা ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েকটি গুলি উদ্ধার করেছে। বেলা ৩টা ৪০ মিনিটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মোর্শেদের উপস্থিতিতে সুরতহাল করা হয়। নিহত শরিফুলের শরীরে ছিদ্রের মতো দেখতে ১০টি জখম ছিল।

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত পুরস্কার ঘোষিত ছয় জঙ্গির একজন শরিফুলের আসল নাম মুকুল রানা। তিনি চলতি বছরের ২৩ ফেব্র“য়ারি থেকে নিখোঁজ ছিলেন বলে দাবি করেছেন তাঁর বাবা আবুল কালাম আজাদ। তাঁর ভাষ্য, ওই দিন সন্ধ্যায় যশোরের বসুন্দিয়া এলাকা থেকে তাঁকে কে বা কারা তুলে নিয়ে যায়।সোমবার সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহড় ইউনিয়নের বালুইগাছা গ্রামে নিজের বাড়িতে বসে এ কথা বলেন নিহত শরিফুলের বাবা আবুল কালাম আজাদ।আবুল কালাম আজাদের দাবি, স্কুল-কলেজের সনদে তাঁর ছেলের নাম মুকুল রানা। স্থানীয় লোকজনও তাঁকে মুকুল রানা নামে চেনেন। তাঁর বয়স ২৩ বছর। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। দুই বছর ধরে পড়াশোনা বাদ দিয়েছেন।

আবুল কালাম আজাদ বলেন, তাঁর দুই স্ত্রী। প্রথম স্ত্রী মারা গেছেন। সেই পক্ষে মাসুদ রানা নামের এক ছেলে আছে। তিনি চিংড়ি ঘেরে কাজ করেন। দ্বিতীয় বউয়ের এক ছেলে, এক মেয়ে। ছেলে বড়, মুকুল রানা। মেয়ের নাম শারমীন সুলতানা রিমি। রিমি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের স্নাতক শ্রেণির ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

আবুল কালাম আজাদের দাবি, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ঢাকায় অন্য কোনো দলের সঙ্গে তাঁর ছেলে জড়িয়ে পড়েছিল কি না, তা তিনি জানেন না।নিহত শরিফুলের বোন রিমির দাবি, তাঁর ভাই মুকুল খুব মেধাবী ছিলেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তিনি জিপিএ-৫ পেয়েছিলেন।
আবুল কালাম আজাদের দাবি, মুকুল রানা চার মাস ধরে নিখোঁজ ছিলেন। তিনি চলতি বছরের ১৯ ফেব্র“য়ারি যশোরের জগন্নাথপুরে বিয়ে করেছেন। তাঁর স্ত্রীর নাম মৌহা আক্তার রিমি। বিয়ের পরে একবার সাতক্ষীরায় বাড়িতে গিয়েছিলেন তিনি। এরপর আবার যশোরে শ্বশুরবাড়িতে যান। ২৩ ফেব্র“য়ারি সন্ধ্যায় যশোরের বসুন্দিয়া এলাকা থেকে তাঁকে কে বা কারা তুলে নিয়ে যায়। এ ঘটনার তিন-চার দিন পর যশোর কোতোয়ালি থানায় মুকুল রানার শালা আমির হোসেন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here