১টি রিভলবার ১টি পিস্তল গুলি ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ ৫ ডাকাত গ্রেফতার

0
0

ডিএমপির কাউন্টা টেরোরিজম বিভাগগতকাল ১৮ জুন শনিবার রাত ০৯.৩০ টায় রাজধানীর খিলগাঁও থানাধীন মালিবাগ চৌধুরী পাড়ার খিলগাঁও কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশের্^ অভিযান পরিচালনা করে একটি মাইক্রোবাসে থাকা ডাকাত দলনেতাসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টা টেরোরিজম বিভাগ। গ্রেফতারকৃতরা হল-মোঃ বারেক মিয়া, আবু বক্কর সিদ্দিক ওরফে রনি, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রাসেল হাওলাদার ও মোঃ স্বপন আকন্দ। এ সময় তাদের নিকট থেকে ১টি পিস্তল, ১টি রিভলবার, ২ রাউন্ড গুলিও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস (যার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-চ-১৩-০৯২৬) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ডাকাতরা সকলে স্বীকার করে যে, ডাকাতির মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে এবং এই উদ্দেশ্যেই সশস্ত্র অবস্থায় মাইক্রোবাসসহ খিদমাহ হাসপাতালের সামনে তারা অবস্থান করছিল। এই সংক্রান্তে খিলগাঁও থানায় পৃথক ০২ (দুই) টি মামলা রুজু করা হয়েছে। ডাকাত দলের দলনেতা মোঃ বারেক মিয়া (৩৮) ও তার অন্যতম সহযোগী আবু বক্কর সিদ্দিক @ রনি (২৮)-দ্বয় উত্তরা থানার মামলা নং-০১ তারিখ-০১/০১/২০১৩ খ্রিঃ ধারা-১০/১৭১/৪০৬/৪২০ পেনাল কোড এর অভিযুক্ত আসামী। ডাকাতদলের সকল সদস্যদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা যায় । এই ডাকাতদলের অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে তদন্ত অব্যাহত আছে।

গ্রেফতারকৃতরা আরও জানায়- তারা সংঘবদ্ধ সক্রিয় একটি ডাকাতদল। মাইক্রোবাসযোগে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে ও প্রাণনাশের ভয় দেখিয়ে জনগণের ব্যাংকে রক্ষিত সঞ্চয়, ব্যবসার মূলধন, নগদ টাকা পয়সাসহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে থাকে। এই সক্রিয় সংঘবদ্ধ ডাকাতদলটি ঢাকা মেট্রো-চ-১৩-০৯২৬ নম্বরের একটি সিলভার কালারের নোহা মাইক্রোবাস যোগে সশ্রস্ত্র অবস্থায় রাজধানী খিলগাঁও এর খিদমাহ হাসপাতালের সামনে অতীশ দীপংকর সড়কের উপর ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল।

ঢাকা মহানগর কাউন্টার টেরোরিজম বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার আশিকুর রহমান, পিপিএম এর নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার এস এম জাহাঙ্গীর হাছান এর নেতৃত্বে ডিএমপি, ঢাকার স্পেশাল এ্যাকশন গ্রুপ, সোয়াট টিম কর্তৃক অভিযানটি পরিচালিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here