রামকৃষ্ণ মিশনের নিরাপত্তায় সন্তুষ্ট ভারত: হাইকমিশনার

0
0

19-06-16-Indian High Commission Visit_Ramkrishno Mission-11

হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানোর পর রাজধানীর রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা জোরদার করায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ভারত। সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ চাইলে যেকোনো ধরনের সহযোগিতায় প্রস্তুত আছে বলেও জানিয়েছে দেশটি।রোববার দুপুরে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা রামকৃষ্ণ মিশন পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।হুমকি আসার পর রামকৃষ্ণ মিশনের নিরাপত্তায় সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।তিনি বলেন, সম্প্রতি রামকৃষ্ণ মিশনে ধর্মগুরুকে হত্যার হুমকি দেওয়ার পরপরই সরকার যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে তাতে আমরা সন্তুষ্ট এবং কৃতজ্ঞ। রোববার (১৯ জুন) দুপুরে রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার। এসময় তার সঙ্গে ছিলেন হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রামকৃষ্ণ মিশনের শীর্ষ ধর্মগুরুরা।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ চাইলে সহযোগিতা করতে প্রস্তুত ভারত। এছাড়া ধর্মীয় উগ্রতা মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবো আমরা।রামকৃষ্ণ মিশনের নিরাপত্তায় সরকারের পদক্ষেপ দেখে তিনি বলেন, এখানকার কর্তৃপক্ষ কেবল ঢাকায় রামকৃষ্ণ মিশন নয়, বাংলাদেশের ৪০টি মিশনেও নিরাপত্তা দিতে সক্ষম। এ বিষয়ে আমরা বাংলাদেশের প্রতি আস্থা রাখি।শ্রিংলা জানান, হুমকির পর থেকে বাংলাদেশ সরকার ও মিশন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ভারতীয় হাইকমিশন।

19-06-16-Indian High Commission Visit_Ramkrishno Mission-1 19-06-16-Indian High Commission Visit_Ramkrishno Mission-4 19-06-16-Indian High Commission Visit_Ramkrishno Mission-6 19-06-16-Indian High Commission Visit_Ramkrishno Mission-8

রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, এখানকার কর্তৃপক্ষ শুধু ঢাকায় রামকৃষ্ণ মিশন নয়, বাংলাদেশের ৪০টি কেন্দ্রের লোকজনদের নিরাপত্তা দিতে সক্ষম। এ ব্যাপারে আমাদের আস্থা আছে। তবে হুমকির পরপরই পুলিশ ও বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে যে পদক্ষেপ নিয়েছে, তাতে আমরা কৃতজ্ঞ। কাজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতেও আমরা সন্তুষ্ট।ভারতীয় হাইকমিশনার আরও বলেন, হুমকির ঘটনার পর থেকেই ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ ও বাংলাদেশের সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন।

রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ ও মিশনের সম্পাদক স্বামী ধ্র“বেশানন্দ সাংবাদিকদের বলেন, হুমকির চিঠি পাওয়ার পরপরই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়ে দিয়েছে। থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছে। ওই ঘটনার পর থেকে মিশনের আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের পর খাতায় নাম-পরিচয় লিপিবদ্ধ করে লোকজনের রামকৃষ্ণ মিশনে প্রবেশের বিষয়টি নিশ্চিত করছে। পুলিশের নেওয়া পদক্ষেপের পর আমরা নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হয়েছি।গত বুধবার সন্ধ্যায় হত্যার হুমকি দিয়ে রামকৃষ্ণ মিশনে একটি চিঠি আসে। ওই চিঠির ওপরের অংশে কম্পিউটার টাইপে লেখা ‘ইসলামিক স্টেট অব বাংলাদেশ, চান্দনা চৌরাস্তা ঈদগাঁও মার্কেট, গাজীপুর মহানগর। প্রেরকের নাম এ বি সিদ্দিক। চিঠিতে উল্লেখ রয়েছে, তোমরা হিন্দু। বাংলাদেশ একটি ইসলামি রাষ্ট্র, এ দেশে ধর্ম প্রচার করতে পারবে না। তোমরা ভারতে যাও। নাহলে তোমাদের কুপিয়ে হত্যা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here