সৌদির সঙ্গে সম্পর্কোন্নয়ন হলেও স্পষ্ট নয় জনশক্তি রপ্তানির বিষয়

0
0

04-06-16-PM_Jeddha Abdul Aziz Airport-5বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও, সেদেশে বাংলাদেশের জনশক্তি রপ্তানি সম্প্রসারণের বিষয়টি এখনো স্পষ্ট নয়। সৌদি আরবে পাঁচ লাখ কর্মী নেয়ার কথা বলা হলেও এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সাথে সুনির্দিষ্ট কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন, প্রবাসী কল্যাণমন্ত্রী।

তবে, শ্রমশক্তি রপ্তানির হার আগের তুলনায় বেড়েছে বলে জানান তিনি। এদিকে, জনশক্তি রপ্তানির সুযোগ তৈরি হলেও, অন্যতম এই শ্রমবাজার ধরে রাখতে, সে দেশের চাহিদামত দক্ষ কর্মী পাঠানোর পাশাপাশি, অনিয়ম দূর করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদিআরবে এ পর্যন্ত জনশক্তি রপ্তানি হয়েছে প্রায় ২৭ লাখ। ২০০৮ সালে নিষেধাজ্ঞা আরোপ করায়, পরের বছর থেকে দেশটিতে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা কমতে থাকে।

সরকারি হিসেব মতে, এর আগে প্রতি বছর দেড় থেকে দু লাখ বাংলাদেশি সৌদি আরব গেলেও ২০০৯ সাল থেকে এ সংখ্যা নেমে আসে মাত্র কয়েক হাজারে। এ অবস্থায় সৌদি সরকারের আমন্ত্রণে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফর করায় শ্রমশক্তি রপ্তানি নিয়ে সৃষ্ট টানাপড়েন অনেকটাই কাটবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে, সেদেশের চাহিদামত দক্ষ কর্মী পাঠানো সম্ভব না হলে, শ্রমবাজার ধরে রাখা কঠিন হবে এমনটাই অভিমত তাদের।

রামরু’র চেয়ারপারসন ড. তাসনীম সিদ্দিকী বলেন, ‘নির্দিষ্ট প্রক্রিয়ায় সঠিকভাবে যদি আমরা লোক পাঠাই তাহলে মার্কেটটা বাধাগ্রস্ত হবে না। নারী এবং পুরুষ শ্রমিকের বাজার বৃদ্ধি করতে হলে যে আলোচনা হলো সেই আলোচনাটাকে আরো টেনে নিয়ে যেতে হবে। পররাষ্ট্রমন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রণালয়, জনশক্তি রফতানি মন্ত্রণালয় প্রত্যেকের একটা ভূমিকা রয়েছে।’

শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে, কাজের ধরণ, কর্মী নেয়ার পদ্ধতিসহ সার্বিক বিষয় স্পষ্ট হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সবচেয়ে বড় এই শ্রমবাজার সচল করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অভিবাসন বিশেষজ্ঞ ড. জালাল উদ্দিন শিকদার বলেন, ‘যেহেতু আমরা দক্ষ শ্রমিক পাঠাতে পারছি না এটার বার্তা খুবই কঠিন হয়ে যাবে। কোন ধরনের শ্রমিক পাঠাচ্ছেন। সেখানকার কাজের শর্ত কেমন বা বেতন কাঠামো কেমন। এগুলো আমরা জানতে পারছি না।’

বেসরকারি খাতের উদ্যোক্তারা জানিয়েছেন, কর্মীদের কার্যকরী প্রশিক্ষণের পাশাপাশি, অনিয়ম ঠেকাতে সরকারের শক্তিশালী মনিটরিং দরকার। বায়রার সিনিয়র সহ-সভাপতি আলী হায়দার চৌধুরী বলেন, ‘আমাদের শ্রমিক অসন্তোষ, অনিয়ম, খুন-খারাপি। সেখানে রাজনীতি এসব অপতৎপরতাগুলো তারা প্রশ্রয় দেয় না। এক্ষেত্রে এই বিষয়গুলো তাদের জন্য সতর্কতা।’

এদিকে, দু’দেশের সরকারের পক্ষ থেকে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি, জনশক্তি রপ্তানি নিয়ে আশার কথা বলা হলেও, কোন পদ্ধতিতে, কত কর্মী নেয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

তিনি বলেন, ‘পাঁচ লাখ লোক যাবে, এটা কতদিনে যাবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। একজন নারী কর্মীর সাথে একজন পুরুষ কর্মীর যাওয়াটা নিশ্চিত হয়েছে। চলমান পদ্ধতিটাই ভালো পদ্ধতি এ পদ্ধতিতে আমরা সন্তুষ্ট এবং এ পদ্ধতিটা আমরা অব্যাহত রাখতে চাই।’ সৌদি আরবে কর্মী পাঠানো নিশ্চিত হলে, কাতার, ওমানসহ অন্যান্য দেশেও জনশক্তি রপ্তানি বাড়বে বলে দাবী প্রবাসী কল্যাণমন্ত্রীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here