রামকৃষ্ণ মিশনে হুমকি: ধর্মীয় উপাসনালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

0
0

ধর্মীয় উপাসনালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সম্প্রতি দেশের বেশ কয়েকটি ধর্মীয় উপাসানালয়ের পুরোহিতদের ত্যার হুমকি দেয়া হয়েছে। এসব হুমকির বস্তুনিষ্ঠ তদন্ত করা হচ্ছে এবং রাজধানীর সকল ধর্মীয় উপাসানালয়ে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মাহনগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।শনিবার বেলা ৩টার দিকে রাজধানীর মিন্টোরোডের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবির যুগ্ম কমিশনার।তিনি বলেন, ‘আমরা প্রফেশনালি যতটুক বুঝি যে, এ ধরনের হত্যাকা- কখনো বলে-কয়ে হয় না। তারপরও আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখছি। যে প্রতিষ্ঠানের প্যাডে হুমকি দেয়া হয়েছে, সেটির আমরা বস্তুনিষ্ঠ তদন্ত করে দেখছি।তাছাড়াও এ হুমকির বিষয়ে পার্শ্ববর্তি দেশ থেকেও উদ্বেগ প্রকাশ করেছেন। তাই শুধু হিন্দু উপাসানালয়েই নয়, মুসলমান, খ্রিস্টানসহ সব ধর্মের উপাসানালয়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেন ডিবির এ যুগ্ম কমিশনার।সাঁড়াশি অভিযান প্রসঙ্গে জানতে চাইলে ডিবির এ যুগ্ম কমিশনার বলেন, যে উদ্দেশ্যে এ অভিযান চালানো হয়েছিলো, তা সফল। তাছাড়া এত দ্রুততো বলা সম্ভব না যে অভিযান থেকে প্রাপ্তি কী?’এরআগে, শুক্রবার ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়, রামকৃষ্ণ মিশনের বিষয়ে বাংলাদেশ সরকার ‘পূর্ণ সহযোগিতা ও সুরক্ষার’ প্রতিশ্র“তি দিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন।

বিষয়টি নিয়ে ঢাকায় ভারতের হাই কমিশন বাংলাদেশ পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে’ বলে জানান বিকাশ।উল্লেখ্য, গত বুধবার (১৫ জুন) সন্ধ্যায় আইএসের নামে চিঠি পাঠিয়ে ঢাকার রামকৃষ্ণ মিশনের এক গুরুকে ধর্মপ্রচারে নিষেধ করে চাপাতিতে কুপিয়ে হত্যার হুমকি দেয়া হয়। চিঠিতে তার উদ্দেশে বলা হয়, বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র, এখানে ধর্মপ্রচার করতে পারবি না। ধর্মপ্রচার করা হলে ২০ থেকে ৩০ তারিখের মধ্যে তোকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হবে।

রাজধানীর রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মিশনে সার্বক্ষণিক পাহারা দিচ্ছে পুলিশ। রামকৃষ্ণ মিশনে গিয়ে দেখা যায়, মিশনের মূল ফটকের বাইরে ও ভেতরে পুলিশ পাহারা এবং তল্লাশি বাড়ানো হয়েছে। মিশনে প্রার্থনা করতে আসা লোকজনের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত।এ ঘটনায় বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে নয়াদিল্লি সরকার। দিল্লির রামকৃষ্ণ মিশন বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হুমকিতে গভীরভাবে উদ্বিগ্ন ও চিন্তিত।

রামকৃষ্ণ মিশনের সহসম্পাদক স্বামী গুরুসেবানন্দ বলেন, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরপরই পুলিশ পাহারা বসানো হয়েছে। তিনজন পুলিশ ফটকে রয়েছে। আর সাতজন বাইরে টহল দিচ্ছে। ২৪ ঘণ্টাই পর্যায়ক্রমে তারা রয়েছে।ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিহাদুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, জিডি করার পর সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে দেখা হয়েছে। যিনি চিঠি বিলি করতে এসেছিলেন, সন্দেহভাজন হিসেবে তাঁর ছবি সংগ্রহ করা হয়েছে। কিন্তু তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া কোন ডাক মারফত চিঠিটি এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।ওসি বলেন, নিয়মিত পুলিশের পাশাপাশি সাদাপোশাকে নিরাপত্তাকর্মীরা রয়েছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও রয়েছেন।গত বুধবার সন্ধ্যায় ধর্ম প্রচার করলে হত্যার হুমকি দিয়ে রামকৃষ্ণ মিশনে একটি চিঠি আসে। ওই চিঠির ওপরের অংশে কম্পিউটার টাইপে লেখা ‘ইসলামিক স্টেট অব বাংলাদেশ, চান্দনা চৌরাস্তা ঈদগাঁও মার্কেট, গাজীপুর মহানগর। প্রেরকের নাম এ বি সিদ্দিক। চিঠিতে উল্লেখ রয়েছে, তোমরা হিন্দু। বাংলাদেশ একটি ইসলামি রাষ্ট্র, এ দেশে ধর্ম প্রচার করতে পারবে না। তোমরা ভারতে যাও। না হলে তোমাদের কুপিয়ে হত্যা করা হবে।

নয়াদিল্লি প্রতিনিধি জানান, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ পুলিশ ও সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, হত্যার হুমকির খবর পাওয়ার পরেই ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। দুই তরফেই নিরাপত্তা নিñিদ্র করার পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে।দিল্লির রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে গতকাল প্রধানমন্ত্রীর সচিবালয়ে যোগাযোগ করা হয়। মিশন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী এই হুমকিতে গভীরভাবে উদ্বিগ্ন ও চিন্তিত।ঠিক ১০০ বছর আগে ১৯১৬ সালে ঢাকায় রামকৃষ্ণ মিশনের কার্যক্রম শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১১ সালে ঢাকা সফরের সময় রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here