বেসিক ব্যাংক ঋণ জালিয়াতি :ফাইজুনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

0
0

Basic bank logoবেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় ফারশি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফাইজুন নবী চৌধুরীকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমপর্ণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এ সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে বিচারিক আদালতকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জামিন বাতিলের এক আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেয়। দুদকের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান । রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল মাসুদ হাসান পরাগ।গত ২৯ এপ্রিল বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হকের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তার বিরুদ্ধে থাকা দুর্নীতির দুইটি মামলায় জামিন দেয়।

খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, হাইকোর্টের যে বেঞ্চ থেকে ফাইজুন নবী জামিন নিয়েছেন সেই আদালতের দুদকের মামলায় জামিন দেওয়ার এখতিয়ার নেই। তাই আপিল বিভাগ ওই ব্যক্তিকে হাইকোর্টের দেওয়া জামিন ও রুলের আদেশ বাতিল করেছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে। তিনি আত্মসমার্পণ না করলে তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশও দিয়েছে আদালত।আদালত সূত্র জানায়, ৫৫ কোটি ঋণ জালিয়াতির অভিযোগে ফারশি ইন্টারন্যাশনাল লিমিটেড-এ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here