প্রধানমন্ত্রী ইতিহাস ভোলেননি, প্রয়োজনেই জাসদ সঙ্গে: কাদের

0
0

ওবায়দুল কাদেরসড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাস ভুলে যাননি। ইতিহাসের উপর দাঁড়িয়েই বাস্তবতার নিরিখে তিনি রাজনীতি করে যাচ্ছেন।বুধবার সাভারের হেমায়েতপুরে মহাসড়কের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু’র সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের করা এক মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা নিয়ে কে কি বললো অথবা সৈয়দ আশরাফ কি বলেছেন, এগুলো সম্পূর্ণই তাদের নিজস্ব মন্তব্য।

আসন্ন ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ লাঘবে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, এবার যানজট এড়াতে পুলিশের পাশাপাশি সারা দেশে ১০ হাজার রোভার স্কাউটের সদস্যদের মোতায়েন করা হবে। এছাড়াও শিশু, বৃদ্ধ এবং নারীদের কথা চিন্তা করে ভ্রাম্যমাণ টয়লেটেরও ব্যবস্থা করা হবে।এর আগে মন্ত্রী সাভার-সিংগাইর সংযোগ সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন।এসময় স্থানীয় তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ সড়ক ও জনপথের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here