আইএস প্রধান বাগদাদি নিহত!

0
216

জঙ্গি গোষ্ঠী ইসলামকি স্টেট (আইএস) দলের প্রধান আবু বকর আল বাগদাদিসিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী ইসলামকি স্টেট (আইএস) দলের প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হয়েছেন বলে ফের খবর বেরিয়েছে। সোমবার আইএসের সংবাদ সংস্থা আল আমাকের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং তুরস্কের সরকারপন্থি দৈনিক ইয়েনিস সাফাক। তারা বলছে, রোববার সিরিয়ার রাক্কা প্রদেশে এক বিমান হামলায় নিহত হয়েছেন বাগদাদি। তবে তাৎক্ষণিকভাবে এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া এ নিয়ে যুক্তরাষ্টের নিরাপত্তা বিভাগ পেন্টাগন কিংবা মার্কিন জোট এখনো কোনো মন্তব্য করেনি।

ওই সংবাদ মাধ্যম দুটি জানিয়েছে,; পাঁচ রোজার দিন রাক্কায় জোট বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন আবু বকর আল বাগদাদি। এর আগেও বেশ কয়েকবার আইএস নেতার নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। যদিও সেগুলো ছিল গুজব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here