অভিযুক্ত হতে পারেন অরল্যান্ডো হামলাকারীর স্ত্রী নূর সালমান

0
0

Noor Zahi Salman,

অরল্যান্ডোয় সমকামীদের একটি নৈশক্ল¬াবে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় হামলাকারীর স্ত্রীর বিরুদ্ধেও সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হতে পারে। এই ঘটনায় ৪৯ জন প্রাণ হারায়। এক প্রতিবেদনে একথা বলা হয়।কৌঁসুলিরা হামলাকারী ওমর মতিনের স্ত্রী নূর সালমানের বিরুদ্ধে তদন্ত চালাতে জুরিদের এক সভার আহ্বান করেছেন।জানা গেছে, নূর সালমান পুলিশকে জানিয়েছেন তার স্বামী মতিন যেন পালস নৈশক্লাবে হামলা না চালায় তা তিনি তাকে বলার চেষ্টা করেছেন।যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে অরল্যান্ডোর হামলাটি সবচেয়ে ভয়াবহ। এই হামলায় ৪৯ জন নিহত ও ৫৩ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।

কৌঁসুলিরা বলেন, তারা নূর সালমানের বিরুদ্ধে ৪৯ জনকে হত্যা ও ৫৩ জনকে হত্যাপ্রচেষ্টায় সহায়তা এবং আসন্ন এই হামলা সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক না করার অভিযোগ আনতে যাচ্ছেন।তারা বলেন, এমনটা খুবই সম্ভব যে মতিন হামলা চালানোর সময় ক্লাবের ভেতর থেকে তার স্ত্রীকে ফোন করেন।যদিও নূরকে রোববার ভোরে ওই হামলা চালানোর পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাকে গ্রেফতার করা হয়নি।সিনেট ইন্টিলিজেন্স কমিটির সদস্য মার্কিন সিনেটর আংগাস কিং বলেন, মনে হচ্ছে যে তিনি এই হামলার ব্যাপারে জানতেন।মঙ্গলবার মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, নূর সালমান তার স্বামী ওমর মতিনের সঙ্গে গুলি কিনতে যান এবং তিনি গাড়ি চালিয়ে তার স্বামীকে পালস নৈশক্লাবে সমকামীদের আগের একটি অনুষ্ঠানে পৌঁছে দেন।মতিন হামলা চালানোর সময় তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) জিহাদি গোষ্ঠীর প্রতি আনুগত্য স্বীকার করে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অরল্যান্ডোর ওই ক্লাবটি পরিবর্দশন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here