নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল: নিলাম ২১ সেপ্টেম্বরে

0
0

নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল

নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল বা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সুবিধা চালুর জন্য প্রতিষ্ঠান নিয়োগে আগামী ২১ সেপ্টেম্বর নিলাম হবে। নিলামের মাধ্যমে নির্বাচিত একটি প্রতিষ্ঠানকে এ সেবা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হবে।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানশাহজাহান মাহমুদ এমএনপি অপারেটর নিলামের এই তারিখ ঘোষণা করেন। এমএনপি সেবা চালুর নীতিমালা, গ্রাহকসেবা, নিলাম-প্রক্রিয়াসহ এ ব্যাপারে সর্বশেষ অগ্রগতি জানাতে রমনার বিটিআরসি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিটিআরসির ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খানসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তারিখ ঘোষণা করেন। এমএনপি সেবা চালুর নীতিমালা, গ্রাহক সেবা ও নিলাম রোডম্যাপসহ সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানাতে বিটিআরসি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।শাহজাহান মাহমুদ বলেন, নিলাম প্রক্রিয়া শেষ হওয়ার পর লাইসেন্স হস্তান্তর করে এ বছর সেবা চালু করা যাবে বলে আমরা আশা করছি।

অপারেটরের সেবায় সন্তুষ্ট না হলেও এখন অনেকে নম্বর পরিবর্তনের ঝক্কিতে যেতে চান না। এমএনপি চালু হলে তারা নম্বর ঠিক রেখেই অন্য অপারেটরে যাওয়ার সুযোগ পাবেন।বহু প্রতীক্ষিত এই সুযোগ তৈরির জন্য গত ২ ডিসেম্বর এমএনপি নীতিমালায় অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়। মোবাইল ফোন নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের কাজ কারা পাবে, সেই প্রক্রিয়া স্বচ্ছ করতে কয়েকটি মূল্যায়ন মানদ- যুক্ত করে গত জানুয়ারিতে এমএনপি নীতিমালার সংশোধিত খসড়া চূড়ান্ত করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর পর মে মাসে তা চূড়ান্ত অনুমোদন পায়।এমএনপি সুবিধা দিতে অপারেটরা গ্রাহকদের কাছ থেকে ৩০ টাকা নিতে পারবে। অর্থ মন্ত্রণালয় আগেই বিষয়টি অনুমোদন করেছে।একবার এমএনপি সুবিধা নেওয়ার পর গ্রাহক আবার নতুন কোনো অপারেটরে যেতে চাইলে তাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে।বর্তমানে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ ছাড়াও প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি পরিষেবা চালু রয়েছে।

বিটিআরসি প্রধান জানান, আগামী ১৬ জুন এ নিলামের জন্য আবেদন চাওয়া হবে। জুলাই মাসে প্রি-বিড মিটিং, অগাস্টে বিড আনের্স্ট মানি জমা নেওয়ার পর ২১ সেপ্টেম্বর নিলাম হবে।নিলাম প্রক্রিয়ায় আবেদন ফি এক লাখ টাকা, বিড আর্নেস্ট মানি ১০ লাখ টাকা, নিলামের ভিত্তি মূল্য এক কোটি টাকা, বার্ষিক লাইসেন্স ফি ২০ লাখ টাকা, রাজস্ব ভাগাভাগি বাবদ প্রথম বছর শূন্য শতাংশ এবং দ্বিতীয় বছর থেকে ৫ দশমিক ৫ শতাংশ এবং ব্যাংক গ্যারান্টি বাবদ এক কোটি টাকা দিতে হবে।প্রাথমিকভাবে একটি প্রতিষ্ঠানকে এই লাইসেন্স দেওয়া হবে জানিয়ে চেয়ারম্যান বলেন, এর মেয়াদ হবে ১৫ বছর। পরে সরকারের অনুমোদন সাপেক্ষে পাঁচ বছরের জন্য নবায়ন করা যাবে।

ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও লাইসেন্স দেওয়া হতে পারে বলেও শাহজাহান মাহমুদ জানান।বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।শাহজাহান মাহমুদ বলেন, গ্রাহকসেবার মান নিশ্চিত করার জন্যই এমএনপি সেবা চালু করা হচ্ছে। এর ফলে কোনো অপারেটর যদি সেবা দিয়ে গ্রাহকদের সন্তুষ্ট করতে না পারে, তাহলে গ্রাহকেরা অপারেটর পরিবর্তন করতে পারবেন। নিলাম-প্রক্রিয়া শেষ হওয়ার পর লাইসেন্স হস্তান্তর করে এ বছর সেবাটি চালু করা যাবে বলে আমরা আশা করছি।সংবাদ সম্মেলনে জানানো হয়, এমএনপি সেবা দিতে গ্রাহকদের কাছ থেকে মুঠোফোন অপারেটররা সর্বোচ্চ ৩০ টাকা নিতে পারবে। বর্তমানে বিশ্বের ৭২টি দেশে এমএনপি সেবা চালু আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here