ফ্লোরিডায় নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় নিহত ২০

0
0

ফ্লোরিডায় নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় নিহত ২০

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের পালস ক্লাবে বন্দুকধারীর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন। রোববার অরল্যান্ডো পুলিশের প্রধান জন মিনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।এর আগে শনিবার (১১ জুন) স্থানীয় সময় দিনগত গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছায়। এ সময় পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী।

এদিকে এ হামলার পর অন্তত ৪২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।প্রাথমিকভাবে এ হামলার কারণ ও লক্ষ্য সম্পর্কে কিছু জানা যায়নি। তবে দেশি সন্ত্রাসীরাই হামলাটি চালিয়েছে বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

জানা যায়, নাইট ক্লাবটিতে প্রায় ১০০ জনের মতো মানুষ লাতিন থিমের ওপর বিশেষ নাচ উপভোগ করছিলেন। আকস্মিকভাবে এক বন্দুকধারী ওই ক্লাবে ঢুকে গুলি ছুড়তে থাকে। হামলার সঙ্গে-সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়লে হোটেলে অবস্থানরত লোকজনকে ছুটাছুটি করতে দেখা যায়। এ সময় বোমা বিস্পোরণে ঘটনা ঘটেছে বলেও কেউ কেউ বলছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here