আগৈলঝাড়ায় বন্ধ হওয়া ভোট কেন্দ্রের ব্যালট পেপার ছিনতাইর অভিযোগে ইসির দায়ের করা অজ্ঞাতনামা ৩ শতাধিক আসামির বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা থানা পুলিশ থেকে ডিবিতে রবিবার হস্তান্তর করা হয়েছে। ওই দুই মামলায় এ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিন জন।থানা সূত্রে জানা গেছে, ২২ মার্চ প্রথম ধাপের ইউপি নির্বাচনে বরিশালের আগৈলঝাড়ায় বাকাল ইউনিয়নের ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্রে ৮০টি ব্যালট পেপার ও বাগধা ইউনিয়নের আমবৌলা কেরামতিয়া মাদ্রাসা কেন্দ্রে ৩শ ব্যালট পেপার ছিনতাই হওয়ায় কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা।
ব্যালট ছিনতাইর ১০ দিন পর ৩১ মার্চ রাতে ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম অজ্ঞাতনামা দেড়’শ জনকে ও আমবৌলা কেরামতিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক বাদি হয়ে অজ্ঞাতনামা দেড়’শ জনসহ মোট তিন শতাধিক ব্যাক্তিকে আসামি করে আগৈলঝাড়া থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন।ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান ও এসআই আবুল কাশেম তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।গত আড়াই মাসেও মামলার উল্লেখযোগ্য কোন অগ্রগতি ও আসামি গ্রেপ্তার না হওয়ায় জেলা পুলিশের বিশেষ শাখা (ডিবি) রবিবার মামলা দুটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।