৮৩ হাজার ফিলিস্তিনির প্রবেশ অনুমোদন প্রত্যাহার করল ইসরাইল

0
0
৮৩ হাজার ফিলিস্তিনির প্রবেশ অনুমোদন প্রত্যাহার করল ইসরাইলইসরাইল বৃহস্পতিবার জানিয়েছে, পবিত্র রমজান মাসে তাদের দেশে প্রবেশের জন্য যে ৮৩ হাজার ফিলিস্তিনিকে অনুমতি দেয়া হয়েছিল তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। তেলআবিবে এক গোলাগুলির ঘটনায় ৪ জন নিহতের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিওজিএটি এক বিবৃতিতে জানায়, ‘সবাইকে রমজান মাসের জন্য ইসরাইলে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল, বিশেষত যারা জুদেয়া ও সামারিয়া থেকে পরিবারসহ ইসরাইলে আসতে চান তাদের অনুমোদন স্থগিত করা হল।’
সিওজিএটি দখলকৃত পশ্চিম তীরের বেসামরিক সংক্রান্ত বিষয়গুলোর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। সিওজিএটি জানায়, ৮৩ হাজার ফিলিস্তিনির ইসরাইলে প্রবেশাধিকারের অনুমোদন স্থগিত করা হয়েছে। গাজার যে ২শ’ বাসিন্দাকে রমজান মাস উপলক্ষে ইসরাইলে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল তাও স্থগিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here