২৯ জুন ব্যতিক্রমী পার্লামেন্ট অধিবেশন ডাকবে উ.কোরিয়া

0
0
২৯ জুন ব্যতিক্রমী পার্লামেন্ট অধিবেশন ডাকবে উ.কোরিয়া-1উত্তর কোরিয়া বৃহস্পতিবার জানিয়েছে, তারা এ মাসের শেষের দিকে একটি ব্যতিক্রমী পার্লামেন্ট অধিবেশন ডাকবে। এ অধিবেশনে নেতা কিম জং-উনের ক্ষমতা আবারো পাকাপোক্ত করার প্রেক্ষাপটে তার নতুন রাষ্ট্রীয় উপাধি নির্ধারণ করা হবে। উত্তর কেরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ‘১৩তম এসপিএ’র (সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি) চতুর্থ অধিবেশন আগামী ২৯ জুন পিয়ংইয়ংয়ে আয়োজন করা হবে।’ বরাবরের মতো এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। এমনকি অধিবেশনের কর্মসূচির ব্যাপারেও কিছু বলা হয়নি।
সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি সাধারনত: বছরে এক বা দু’বার বসে থাকে। অধিকাংশ ক্ষেত্রে রাবার স্ট্যাম্প বাজেট বা ক্ষমতাসিন কমিউনিষ্ট দলের কোন সিদ্ধান্তের ব্যাপারে দিনব্যাপী এ অধিবেশন চলে থাকে। এ পার্লামেন্ট অধিবেশনে ক্ষমতাধর জাতীয় প্রতিরক্ষা কমিশনের (এনডিসি) ‘প্রথম সভাপতি’ হিসেবে কিমের নতুন রাষ্ট্রীয় উপাধির অনুমোদন করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here