সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, জতিসংঘ শান্তিরক্ষা মিশনে বর্তমানে ৭ হাজার ১২৯ জন সদস্য কর্মরত রয়েছেন। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
মন্ত্রী জানান, চলতি বছরের মার্চ পর্যন্ত জতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশ বাহিনী মিলিয়ে মোট ৭ হাজার ১২৯ জন সদস্য কর্মরত রয়েছেন। এরমধ্যে সেনাবাহিনীর ৪ হাজার ৯২৬ জন, নৌবাহিনীর ৫২৪ জন, বিমান বাহিনীর ৬৩৯ জন এবং পুলিশ বাহিনীর ১ হাজার ৪০ জন সদস্য কর্মরত রয়েছেন। মিশন ভিত্তিক বর্তমানে নিয়োগপ্রাপ্ত সদস্যরা বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন।