দেশে সিরিয়াল কিলিংয়ের সঙ্গে আওয়ামী লীগ জড়িত: খালেদা

0
0

09-06-16-Khaleda Zia_Ainjibi Forum-4

পুলিশ অফিসারের স্ত্রীসহ দেশে চলমান গুম-খুনের সঙ্গে আওয়ামী লীগ’ ও তার দোসররা জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, এদেরকে ধরলেই এসব গুম-খুনের রহস্য উদঘাটন হবে।বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর আয়োজন করে।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, দেশে শুরু হয়েছে সিরিয়াল কিলিং। অবস্থাদৃষ্টে মনে হয় দেশে যেন প্রতিমুহূর্তে গোরস্তানের পরিসরই বিস্তৃত হচ্ছে। দেশবাসী যেন এক নিরাপত্তাহীন অন্ধকার গুহায় বসবাস করছে। চারদিকে ভয়, শঙ্কা আর আতঙ্ক নিয়েই দেশের মানুষ এখন অনিশ্চিত জীবনযাপন করছে।

বিএনপি চেয়ারপারসন চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা খানম ও নাটোরের বড়াইগ্রামের ব্যবসায়ী সুনীল দানিয়েল গোমেজকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ও নিন্দা জানান। তিনি বর্তমান পরিস্থিতি উত্তরণে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।একের পর এক হত্যাকাণ্ড হলেও সরকার নির্বিকার রয়েছে বলে অভিযোগ করেছেন খালেদা জিয়া। তিনি বলেন, দেশে একদলীয় দুঃশাসনের নানা পার্শ্বপ্রতিক্রিয়ার একটি হচ্ছে এই জঙ্গি তৎপরতা।

বিএনপি চেয়ারপারসন বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার রাজনৈতিক অন্ধকারে পা রেখেছে। দেশের আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন সবাইকে তোয়াক্কা না করে প্রকাশ্যে অস্ত্র দিয়ে বারবার হত্যাকাণ্ড ঘটানোর পরও এক নির্বিকার উদাসীনতা প্রদর্শন করছে সরকার। আসলে এই বর্বরোচিত ঘটনাগুলোর রহস্য কী এবং এ নিয়ে সরকার, জঙ্গিরা কে কী বার্তা দিতে চাইছে, তা নিয়ে জনগণের মধ্যে এক বড় প্রশ্ন দেখা দিয়েছে।বিএনপিপ্রধান বলেন, সরকার জঙ্গিদের তৎপরতা দমন করার পরিবর্তে বিরোধী দলের ওপর দায় চাপিয়েই দায়িত্বের সমাপ্তি ঘটালেও নিজেরা নিষ্কলঙ্ক হতে পারছে না। তাই অনুসন্ধান করে প্রকৃত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের পরিবর্তে বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াচ্ছে। এই সুযোগে জঙ্গিরা আরো বেশি শক্তিশালী হওয়ার সুযোগ পাচ্ছে। জঙ্গিরা প্রকাশ্য দিবালোকে নির্ভয়ে হত্যাকাণ্ড সংঘটিত করছে অথচ সরকার এগুলোকে আমলেই নিচ্ছে না।

খালেদা জিয়া বলেন, বিদেশি হত্যা থেকে শুরু করে হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ও তাদের ধর্মগুরু, মসজিদের ইমাম, শিয়া মুসলমান, পীর ও পীরের শিষ্য কেউই ঘাতকদের প্রকাশ্য অস্ত্রের আঘাত থেকে রেহাই পায়নি। জনপদের পর জনপদে এখন শোকের মাতম উঠেছে। এই রক্তনদী আর কত দূর বইবে তা কেউ জানে না। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিস্তৃত ক্ষমতা বজায় রাখতে গিয়ে সরকার নিজেই রক্তাক্ত হানাহানির পথ বেছে নিয়েছে। যার নগ্ন বহিঃপ্রকাশ আমরা দেখেছি সম্প্রতি অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচনগুলোতে।গণভবনে বুধবার প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য অসত্য, উসকানিমূলক, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার এই বক্তব্যে জঙ্গিরা আরও প্রশ্রয় পাবে বলেও মন্তব্য করে খালেদা জিয়া ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here