ইরাকের মসুলে সংঘর্ষে ৪৫ আইএস জঙ্গি নিহত

0
161

Islamic state fighters  removing the border between Syria and Iraqইরাকের নিরাপত্তা বাহিনী আইএস নিয়ন্ত্রিত মসুল নগরী দক্ষিণে কয়েকটি গ্রামে সামরিক বাহিনীর কয়েকটি ঘাঁটির ওপর ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের কয়েকটি হামলা ঠেকিয়ে দিয়েছে। সামরিক বাহিনীর এক মুখপাত্র এ কথা জানান। মসুল ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের রাজধানী। মুখপাত্র জানান, এসব হামলায় ৪৫ আইএস জঙ্গি নিহত হয়েছে।

তিনি বলেন, মসুলের ৫০ কিলোমিটার দক্ষিণে জঙ্গিদের দখলকৃত কাইয়ারা শহরের পার্শ্ববর্তী বেশকিছু গ্রামে কয়েক ডজন আইএস জঙ্গি আত্মঘাতী বোমা হামলাকারী ও বোমা বোঝাই গাড়ি নিয়ে মঙ্গলবার ইরাকী সেনাবাহিনীর কয়েকটি ঘাঁটিতে হামলা চালায়। লিবারেশন অব নিনেভেহ অপারেশন্স কমান্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফিরাস সাবরি বলেন, তবে নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্র আধা-সামরিক সুন্নি উপজাতীয় ইউনিট এসব হামলা ঠেকিয়ে দেয়।

সাবরি সিনহুয়াকে বলেন, আমাদের বাহিনী মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান এবং ভারী আর্টিলারি গোলাবর্ষণের সহায়তায় বেশ কয়েক ঘন্টা তুমুল সংঘর্ষের পর সন্ত্রাসীদের হামলা ঠেকিয়ে দিতে সক্ষম হয়। সাবরি বলেন, বুধবার সকালে কাইয়ারার উত্তর-পূর্বে অবস্থিত আল-নাসের গ্রামের পার্শ্ববর্তী সামরিক ঘাঁটিতে আইএস হামলা চালালে বুধবার ভোরে সংঘর্ষ পুনরায় শুরু হয়। তবে আমাদের নিরাপত্তা বাহিনী আবারো সে হামলা ঠেকিয়ে দেয়। সাবরি বলেন, সংঘর্ষে তিন আত্মঘাতী বোমা হামলাকারীসহ অন্তত ৪৫ জঙ্গি নিহত হয়েছে। সংঘর্ষে আইএস’র বোমা বোঝাই দুটি গাড়ি এবং ভারী মেশিনগান বহনকারী তিনটি যানবাহন ধ্বংস করা হয়েছে। সাবরি বলেন, সংঘর্ষকালে ৫ সৈন্যও আহত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here