আগামী শুক্রবার প্যারিসে শুরু হতে যাচ্ছে ইউরো ২০১৬ ফুটবল চ্যাম্পিয়নশীপ। প্রতি চার বছর অন্তর আয়োজিত এ টুর্নামেন্টের কিছু রেকর্ডের দিকে দৃষ্টি দেয়া যাক:
সব চেয়ে বেশিবার শিরোপা জয়:
স্পেন- ১৯৬৪, ২০০৮, ২০০২, ২০১২: জার্মানি- ১৯৭২, ১৯৮০, ১৯৯৬
সবচেয়ে বেশি গোলের ফাইনাল:
২০১২- স্পেন ৪(সিলভা, আলবা, টোরেস, মাতা) ইতালি ০
সবচেয়ে বেশি গোলের ম্যাচ:
১৯৬০ন সেমিফাইনাল যুগোস্লাভিয়া ৫(গালিচ, জেনেটিক, কেঞ্জ, জার্কোভিচ ২) ফ্রান্স৪(ভিন্সেন্ট, হিউতে ২, উইসনিয়েস্কি)।
এক আসরে সবচেয়ে বেশি গোল:
২০০-৮৫ গোল ৩১ ম্যাচে। প্রতি ম্যাচে গড় গোল ২.৭৪
এক আসরে সবচেয়ে বেশি গোল করা দেশ:
ফ্রন্স(১৯৮৪) ৫ ম্যাচে ১৪ গোল।
এক আসরে সেরা রক্ষনাত্মক দল:
স্পেন(২০১২), ৬ ম্যাচে ১ গোল হজম।
টুর্নামেন্ট সবচেয়ে দ্রুত গোল:
৬৮ সেকেন্ড- ২০০৪ সালে গ্রীসের বিপক্ষে রাশিয়ার হয়ে গোলটি করেছিলেন দিমিদ্রি কিরিচেনকো।
এক টুর্নামেন্টে ব্যক্তিগ সর্বোচ্চ গোল:
মিশেল প্লাতিনি(ফ্রান্স) ৯ গোল(১৯৮৪)।
ইউরো টুর্নামেন্টে গোলদাতারা:
৯ গোল মিশেল প্লাতিনি(ফ্রান্স)
৭ গোল এলান শিয়ারার(ইংল্যান্ড)
৬ গোল: নুনো গোমেজ(পর্তুগাল), থিয়েরি অঁরি(ফ্রান্স), জøাটান ইব্রাহিমোািভচ(সুইডেন), প্যাট্রিক ক্লউভার্ট(হল্যান্ড), রুড ভ্যান নিস্তেলরয়(হল্যান্ড), ক্রিস্টিয়ানো রোনাল্ডো পর্তুগাল।
সব চেয়ে বেশি ম্যাচে অংশ নেয়া খেলোয়াড়:
১৬- এডুই ভ্যান ডার সার(হল্যান্ড), লিলিয়ান থুরাম(ফ্রান্স)
১৪-ইকার ক্যাসিয়ান(স্পেন), লুইস ফিগো(পর্তুগাল), নুনো গোসেজ(পর্তুগাল), ফিলিপ লাম(জার্মানি), ক্যারেল পোবোর্স্কি(চেক প্রজাতন্ত্র), ক্রিস্টিয়ানো রোনাল্ডো(পর্তুগাল), জিনেদিন জিদান(ফ্রান্স)।
সর্বাধিক ফাইনালে অংশ নেয়া খেলোয়াড়:
জার্মানির রেইনারবনহফ। ১৯৭২, ১৯৭৬ এবং ১৯৮০ ফাইনাল।