নাটোরে খ্রিষ্টান হত্যায় সবুজ রিমান্ডে: ডিআইজির ঘটনাস্থল পরিদর্শন

0
0

christian businessman-doinikbarta

নাটোরের বনপাড়ার ধর্ম পল্লীর খ্রিষ্টান মুদি দোকানী সুনিল গোমেজ হত্যা মামলায় গ্রেফতারকৃত ভাড়াটিয়া সবুজকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এদিকে বুধবার দুপুর একটার দিকে ঘটনাস্থল পরিদশন ও নিহতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভুইয়া। এসময় তার সাথে ছিলেন নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী সহ পুলিশের কর্মকর্তারা।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, গত রবিবার দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সুনিল গোমেজের মৃত্যুর পর রাতেই নিহতের মেয়ে স্বপ্না গোমেজ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর নিহত সুনিলের বাড়ীর ভাড়াটিয়া আব্দুল¬া মামুন সবুজকে (ট্রাকের হেল্পার ) গ্রেফতার করে পুলিশ। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সোমবার তাকে আদালতে হাজির করে অধিকতর তদন্তের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। এর প্রেক্ষিতে মঙ্গলবার আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের পর রাত থেকেই এর কার্যক্রম শুরু করা হয়। নিহত সুনিল গোমেজের বাড়িতে আরো যেসব ভাড়াটিয়া রয়েছে তাদেরসহ বিভিন্ন বিষয় মাথায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে। সুনিল হত্যা ঘটনার নানা তথ্য পেতেই তার বাড়ীর ভাড়াটিয়া সবুজকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে এ হত্যা মামলার তদন্তে ডিবি পুলিশকে সহায়তা করছেন ঢাকা এসবি’র একজন উপ-পরিদর্শক ফরিদসহ দুই সদস্যের একটি টিম। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিনকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত টিম তদন্ত কাজের তদারকী করছেন।এদিকে ঘটনার চতুর্থ দিনেও মামলার তেমন কোন অগ্রগতি না হওয়ায় খ্রিষ্টান পল্লীর মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে মানুষ সাধারণভাবে চলাফেরা করতে সাহস করছে না। তারা দ্রুত ঘটনার সাথে জড়িতদের আটক ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here