দেশের অগ্রগতি ব্যহত করতে আগুন সন্ত্রাসীরাই গুপ্তহত্যা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

0
0

08-06-16-PM_Parliament-2

বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধেনাশকতাঠেকাতে মানুষ যেভাবে এগিয়ে এসেছিল, সেভাবে সাম্প্রতিক গুপ্তহত্যা বন্ধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন,যারা সত্যিকারের ধর্মে বিশ্বাসী, সবাইকে আহ্বান জানাব, তাদের পরিবারের কোনো সদস্য জঙ্গিবাদের পথে যাচ্ছে কি না, সেটা দেখাও তাদের কর্তব্য। মানুষের মধ্যে এই চেতনাটা জাগ্রত করতে হবে।সাম্প্রতিক তিন দেশ সফরের অর্জন তুলে ধরতে বুধবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সময় পুলিশের এক কর্মকর্তার স্ত্রীসহ কয়েকজন হত্যাকাণ্ডের স্বীকার হন, যেসব হামলার ধরন ইতোপূর্বেকার জঙ্গি হামলার মতোই। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট এবং অগ্রগতি ব্যাহত করার জন্যই একের পর এক গুপ্তহত্যা ঘটানো হচ্ছে।বাংলাদেশ এগিয়ে যাক, যারা তা চায়নি, তাদেরই একটা নীল নকশা এটা। সেই নীল নকশা তারা কায়েম করার চেষ্টা করে যাচ্ছ।বিভিন্ন নামে হলেও হত্যাকাণ্ডের প্রক্রিয়ায় একই রকম মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, যারা প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে মানুষ মারতে পারে, তারাই আছে এর সঙ্গে।প্রকাশ্যে আগে মানুষ হত্যা করতে যেয়ে তারা দেখল, জনগণের রুদ্ররোষের শিকার হন। এখন তারা কৌশল পরিবর্তন করে গুপ্তহত্যা শুরু করেছে। এমন এমন মানুষকে হত্যা করা হচ্ছে, যাতে বিশ্বব্যাপী একটা তোলপাড় শুরু হয়, ভয়ভীতি সৃষ্টি হয়।গত এক বছরে দুজন বিদেশি ছাড়াও আক্রান্ত হন লেখক,প্রকাশক, ব্লগার, সমকামী অধিকারকর্মী, মুসলিমদের শিয়া ও আহমদিয়া সম্প্রদায়,হিন্দু পুরোহিত,বৌদ্ধ ভিক্ষু ও খ্রিস্টান ধর্মযাজক।

এই গুপ্তহত্যাকারীদের খুঁজে বের করতে, তারা কোথায় বসে পরিকল্পনা করে- সেই তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে সরবরাহ করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের মানুষ সচেতন হলে গুপ্তহত্যাকারীরা সেই নীল নকশা আর বাস্তবায়ন করতে পারবে না, বলেন তিনি। একইসঙ্গে সরকারের তৎপরতা তুলে ধরে তিনি বলেন, সরকার কিন্তু বসে নেই। আমাদের যা যা করণীয়, আমরা কিন্তু করে যাচ্ছি। গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই এ ব্যাপারে যথেষ্ট তৎপর।ইতোমধ্যে অনেকগুলো ঘটনায় দোষিরা ধরা পড়েছে। যারাই এ ঘটনা ঘটাচ্ছে, আমরা তাদের ধরতে সক্ষম হচ্ছি।

এসব হত্যাকাণ্ডের অধিকাংশে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস ও আল কায়দার নামে দায় স্বীকারের বার্তা এলেও সরকার তা নাকচ করে বলছে, স্থানীয় জঙ্গিরাই এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। ইসলামের নামে এসব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে শেখ হাসিনা বলেন, কাউকে হত্যা করার অধিকার কারও নেই। মাত্র ক্ষুদ্র গোষ্ঠীর জন্য আজকে মুসলিম আজ অন্যদের কাছে হেয় হচ্ছে।

সত্যিকারে যারা ইসলামে বিশ্বাসী, মসজিদের ইমাম, ইসলাম প্রচার করে এবং অভিভাবকবৃন্দসহ সকলকে আহ্বান জানাব, তাদের পরিবারের সদস্যরা এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ডের দিকে যাচ্ছে কি-না, এটা যেন তারা দেখে; একইভাবে মানুষের মাঝে সেই চেতনাও জাগ্রত করতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সৌদি আরব সফরে গিয়ে দেশটির সঙ্গে সম্পর্কের নতুন ভিত্তি তৈরি হয়েছে। বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। বাদশাহ’র সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, যা বেশ তাৎপর্যপূর্ণ বলে জানান প্রধানমন্ত্রী।

সৌদি বাদশাহ’র আমন্ত্রণে দেশটিতে ৫-দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেরার পরদিন বুধবার (৮ মে) দুপুরে সৌদি আরব, জাপান ও বুলগেরিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলন ডাকেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দুপুর দেড়টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সৌদি আরবের আগে মে মাসে বুলগেরিয়া সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ থেকে ২২ মে গ্লোবাল উইমেন লিডারস ফোরামে অংশ নিতে বুলগেরিয়া যান তিনি। পথে লন্ডনে অবস্থান করেন তিনি। সেখান থেকে ফিরে বিশেষ আমন্ত্রণে জাপানে অনুষ্ঠিত জি-৭ আউটরিচ সম্মেলনে যোগ দিতে যান প্রধানমন্ত্রী। গত ২৬ থেকে ২৯ মে টোকিও অদুরে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেয়া বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলায় পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ পুরোহিত,যাজক, বিদেশি নাগরিক হত্যা নিয়ে গণমাধ্যম কর্মিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, জঙ্গি নির্মুলে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। এ ক্ষেত্রে কোনো ছাড়া নয়, খুনিদের খুঁজে বের করে আইনের মুখোমুখি করা হবে। সরকারের এ কাজে সহযোগিতা চাইলেন সংবাদ মাধ্যমেরও। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ রুখতে পরস্পরকে সহযোগিতা দেয়ায় একমত দু’দেশের নেতারা।এ ছাড়া বৈঠকে পেশাজীবী,দক্ষ, আধাদক্ষ মিলে ৫ লাখেরও বেশি কর্মি নেয়ার কথা আগ্রহের কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী বলেন, এ বছরের নভেম্বর কিংবা ডিসেম্বরে সৌদি আরবের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বলে আমাকে অবহিত করা হয়েছে। ব্যবসায়ীরা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন।এ সফরে উমরাহ পালন ও মহানবী (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here