ঝিনাইদহে পুরোহিত হত্যায় মামলা:পরিদর্শনে ভারতীয় ২ কূটনীতিক

0
0

07-06-16-Jhenaidha_Purohit Murder-7

ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলিকে হত্যার ঘটনায় মামলা হয়েছে।বুধবার দুপুরে তার ছেলে অরুণ গোপাল গাঙ্গুলি বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন বলে জানান ওসি হাসান হাফিজুর রহমান।মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি বলে জানান ওসি।এর আগে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের দুই কর্মকর্তা।

মঙ্গলবার সকালে কাছের গ্রামের মন্দিরে যাওয়ার সময় পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলিকে (৬৯) বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে কুপিয়ে হত্যা করা হয়। তিনি ঝিনাইদহ উপজেলার করাতিপাড়া গ্রামের মৃত সত্য গোপাল গাঙ্গুলির ছেলে।ভারতীয় হাইকমিশনের দুই কর্মকর্তা হলেন- ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যান্ড ইনফরমেশন) রাজেশ উইকে ও ফার্স্ট সেক্রেটারি (কন্সুলার) রামাকান্ত গুপ্তা।

তারা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং নিহত আনন্দ গোপালের পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নেন। উপস্থিত গ্রামবাসীর সঙ্গেও কথা বলেন তারা।এ সময় কর্মকর্তারা হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে বলে আশা প্রকাশ করেন।সাম্প্রতিক সময়ের বিভিন্ন হত্যাকাণ্ডের ধরনের সঙ্গে মিল থাকায় এ ঘটনার পেছনেও জঙ্গিদের হাত থাকতে পারে বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী।পাঁচ মাস আগে ঝিনাইদহে ধর্মান্তরিত খ্রিস্টান সমির আলীর মতো আনন্দ হত্যাকাণ্ডেও আইএসের দায় স্বীকারের বার্তা এসেছে বলে সাইট ইন্টেলিজেন্স গ্র“প জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here