শ্রীলংকায় গোলাবারুদের গুদামে বিস্ফোরণ,হাজারো লোকের পলায়ন

0
0

Fire and explosion at Sri Lanka army camp

শ্রীলংকার রাজধানীর প্রান্তে অব¯ি’ত সেনাবাহিনীর একটি অস্ত্র ও গোলাবারুদের গুদামে সোমবার উপর্যুপরি বিস্ফোরণ ঘটেছে। এতে গোটা নগরী কেঁপে ওঠে এবং বড় ধরনের অগ্নিকা- ঘটে।প্রচন্ড বিস্ফোরণের পর গুদামের ধ্বংসাবশেষ উড়ে আশপাশের জনবহুল এলাকাগুলোতে পড়লে আতঙ্কিত হাজার হাজার স্থানীয় বাসিন্দা বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যায়।খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সালাওয়া সামরিক ফাঁড়ির বিস্ফোরণগুলোর প্রচ-তা হ্রাস পেয়েছে। রোববার সন্ধ্যায় প্রথম বিস্ফোরণের ১০ ঘন্টা পর এখনো থেমে থেমে বিস্ফোরণ হচ্ছে। তাই নিরাপত্তাজনিত কারণে আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের দূরে চলে যেতে বলা হয়েছে।আগুনটি অনেকাংশেই নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে মনে হচ্ছে। তবে গোটা এলাকাটি এখনো ভারী ধোঁয়ায় ঢেকে আছে।

কর্মকর্তারা বিস্ফোরণের কারণ অনুসন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।বেসরকারি টেলিভিশন নেটওয়ার্ক সিরাসা জানিয়েছে, এই ঘটনায় অন্তত এক সৈন্য পুড়ে মারা গেছে এবং অপর দুই জন আহত হয়েছে।যদিও কর্মকর্তারা কোন মৃত্যুর খবর নিশ্চিত করেনি।প্রথম বিস্ফোরণের পরপরই সালাওয়ার আতঙ্কিত বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়।পুলিশ জানিয়েছে, গুদামের ধ্বংসাবশেষ উড়ে গিয়ে প্রধান মহাসড়ক ও আশপাশের এলাকাগুলোয় পড়ে।

এএফপি’র এক আলোকচিত্রী বলেন, বিস্ফোরণের ফলে রাতের আকাশ আলোকিত হয়ে কমলা রঙ ধারণ করে ও গোটা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। আকাশে ছড়িয়ে পড়া গুদামের ধ্বংসাবশ্ষে তিন কিলোমিটার দূর থেকে দেখা যায়।সামরিক কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের কোন কিছু স্পর্শ করতে নিষেধ করেছেন। কারণ এগুলো বিস্ফোরক হতে পারে।পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছে। তাদেরকে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।এক পুলিশ কর্মকর্তা বলেন, আহতদের মধ্যে একজনের মাথায় শার্পনেল (গোলার অংশ) আঘাত করে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।’কলম্বো থেকে প্রায় ৩৬ কিলোমিটার পূর্বে অবস্থিত সাবেক একটি কাঠের কারখানায় এই গুদামটি অবস্থিত। এখানে ভারী অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ মজুদ রাখা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here