রমজানে পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করতে না পারলে ওয়াসাকে পানি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়ে বাসিন্দাদের কাছে ক্ষমাও চাইতে বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।রমজানের পবিত্রতা রক্ষা এবং রোজায় নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নিয়ে রোববার সচিবালয়ে এক সভায় তিনি এই নির্দেশ দেন। খন্দকার মোশাররফ হোসেন রোববার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আসন্ন রমজান মাসের পবিত্রতা রক্ষা, ভেজাল বিরোধী অভিযান পরিচালনা এবং নগর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে দেশের সকল সিটি কর্পোরেশনের মেয়রগণের সাথে এক বৈঠকে সভাপতির বক্তৃতায় এ নির্দেশ দেন।
বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র, ভারপ্রাপ্ত মেয়র ও এর প্রধান নির্বাহী কর্মকর্তারা রোজাকে সামনে রেখে তাদের প্রস্তুতির কথা তুলে ধরে সমস্যার কথাও মন্ত্রীকে জানান।ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মাহমুদ হোসেন বলেন, আমরা প্রতিদিন ২৪৫ কোটি লিটার পানি সরবরাহ করে আসছি।তার কথা শেষ না হতেই মন্ত্রী মোশাররফ বলেন, ঢাকায় পৌনে দুই কোটি লোকের ৯০ থেকে ৯৫ ভাগ রোজা রাখেন। প্রতিদিন কোনো না কোনো এলাকায় ওয়াসার পানির স্বল্পতা দেখা দেয়।
পানি বাড়ি বাড়ি পৌঁছে দিবা, দরজা খুললে মাফ চাবা। এটা করা যাবে তো, নাকি? মন্ত্রী হিসেবে আমি নির্দেশ দিয়েছি।মন্ত্রীর বক্তব্যের সময় ওয়াসার এই কর্মকর্তা স্যার, স্যার বলে সম্মতি জানান।স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পবিত্র রমজান মাস জুড়ে রাজধানীসহ সারাদেশে পানি সরবরাহ ঠিক রাখতে ঢাকা ওয়াসাসহ সংশ্লিষ্ট নগরীর ওয়াসা কতৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।এলজিআরডি মন্ত্রী বিশেষ করে ঢাকা ওয়াসাকে সর্বো”চ সতর্ক থাকার নির্দেশ প্রদান করে বলেন,রমজান মাসে যেন ঢাকা মহানগরীতে বসবাসকারি কোন মানুষ যাতে পানির কষ্ট না পায়, সেব্যাপারে ঢাকা ওয়াসা কতৃপক্ষকে সজাগ থাকতে হবে, প্রয়োজনে মানুষের দ্বারে দ্বারে পানি পৌঁছে দিতে হবে।
রমজানের পবিত্রতা রক্ষায় নাগরিক সেবা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই উল্লেখ কওে মন্ত্রী বলেন,জনগণের মৌলিক সেবাসমূগ তাদের দোড়গোঁড়ায় অবশ্যই পৌঁছে দিতে হবে। সেহরি ও ইফতারের সময় যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় থাকে সেজন্য দু-একদিনের মধ্যেই তিনি বিদুৎ প্রতিমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তদের সঙ্গে কথা বলবেন বলেও মন্ত্রী এ বৈঠকে উল্লেখ করেন।
রমজানে ভেজালমুক্ত খাদ্য এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার ওপর গুরুত্ব দিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ দায়িত্ব স্থানীয় সরকারের বিভাগের ওপর বর্তায়। তাই এ দায়িত্ব এড়ানোর সাধ্য আমার নেই।সকল সিটি করপোরেশনের মেয়রসহ সংশি¬ষ্টদের উদ্দেশে খন্দকার মোশাররফ হোসেন বলেন,‘নাগরিক সেবা নিশ্চিত করতে যেকোনো অসুবিধা হলে আমাদের জানালে আমরা আপনাদের পাশে দাঁড়াবো।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান খান কিরণসহ সংশি¬ষ্ট কর্মকর্তাবৃন্দ এ বৈঠকে উপস্থিত ছিলেন।পরে অপর এক অনুষ্ঠানে মন্ত্রী নয়টি উপজেলার চেয়ারম্যানদের মাঝে জীপ গাড়ির চাবি হস্তান্তর করেন।
এ সময় তিনি উপজেলা চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় উপজেলা পরিষদ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।উপজেলা পরিষদকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেব আখ্যায়িত করে মন্ত্রী জনগণের দোড়গোঁড়ায় সেবা পৌঁছে দিতে উপজেলা চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানান।স্থানীয় সরকার বিভাগের সচিব, উপজেলা চেয়ারম্যানগণ ও সংশি¬ষ্ট কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।