দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ এ হত্যাকাণ্ড:স্বরাষ্ট্রমন্ত্রী

0
0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশে এ ধরনের টার্গেট কিলিং সংগঠিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, দেশের যেসব টার্গেট কিলিং হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের অনেককেই গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে।রোববার বিকেলে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের ইকুইটি সেন্ট্রিয়ামে পুলিশ সুপার বাবুল আকতারের বাসায় গিয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।বাবুল আকতার একজন পরিশ্রমী, সৎ ও মেধাবী পুলিশ অফিসার উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তিনি। জঙ্গিদের আতঙ্ক হয়ে দেখা দিয়েছিলেন এই পুলিশ কর্মকর্তা। সম্প্রতি তার কাজের মূল্যায়ন হিসেবে তিনি পদোন্নতিও পেয়েছেন।

জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের অব্যাহত অভিযান বিভ্রান্ত করতেই পরিকল্পিত এ হত্যাকাণ্ড চালানো হয়েছে। তবে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরও শিগগির ধরে ফেলবো।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের মনোবল ভেঙে দিতেই জঙ্গিরা এ হামলা চালিয়েছে। তাদের ধারণা পুলিশের কাউকে হত্যা করলেই জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে পুলিশের মনোবল ভেঙে যাবে। কিন্তু পুলিশের তো মনোবল ভাঙবে না। কারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং কারা জড়িত তদন্ত করে তাদের বের করা হবে।

পুলিশ কর্মকর্তার স্ত্রী মিতু হত্যায় গোয়েন্দারা এরইমধ্যে তদন্তে নেমে পড়েছেন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। পুলিশ পরিবারের সদস্যদেরও অবশ্যই নিরাপত্তা দেওয়া হবে।পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার আগে আরও ৩৭ জনকে এভাবে খুন হতে হয়েছে। এরমধ্যে ৩৪টি-ই আইডেন্টিফাই করা সম্ভব হয়ছে।এসব ঘটনায় ১৪৪ জন গ্রেফতার আছে। আর ৪৯ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। কাজেই এক্ষেত্রে আমাদের সফলতা অনেক। এ সফলতা বিভ্রান্ত করতে অনেকেই হয়তো বিভিন্ন রকম চেষ্টা করছে।

এদিকে নাটোরে বড়ইগ্রামে সুনীল গোমেজ (৬০) হত্যাকাণ্ডের বিষয়ে মন্ত্রী বলেন, এ হত্যাকাণ্ডে কিছু তথ্য আমাদের হাতে এসেছে। আরও তথ্য পেলে এ বিষয়ে কাজ শুরু করবো।

এর আগে রোববার সকালে বন্দরনগরীর জিইসি মোড়ে ইক্যুইটি সেন্ট্রিয়ামে’র সামনে দুর্বৃত্তদের হাতে খুন হন বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খাতুন মিতু।বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখান েেথকে হেলিকপ্টারে করে মিতুর মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে। সেখানেই তার দাফন সম্পন্ন হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জঙ্গিরাই পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।তিনি বলেন, বাবুল আক্তার একজন দক্ষ, সৎ অফিসার এবং জঙ্গি দমনে প্রচুর কাজ করেছে। তাই তাকে না পেয়ে তার স্ত্রীকে এভাবে হত্যা করা হয়েছে।

দুই মাস আগে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হয়ে ঢাকায় আসার আগে চট্টগ্রামে গোয়েন্দা পুলিশে দায়িত্ব পালন করেন বাবুল আক্তার। সে সময় তার নেতৃত্বে জেএমবির আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে নেতা পর্যায়ের একজন পুলিশের সঙ্গে এক অভিযানে থাকা অবস্থায় গ্রেনেড বিস্ফোরণে নিহত হন।জঙ্গি দমনে ভূমিকার জন্য প্রশংসিত বাবুল ঢাকায় পুলিশ সদরদপ্তরে যোগ দিলেও তার পরিবার ছিল চট্টগ্রাম শহরে। রোববার সকালে নগরীর জিইসি মোড়ের কাছে ছেলেকে স্কুলবাসে তুলে দেওয়ার সময় তার স্ত্রী মাহমুদার মাথায় গুলি করে মোটরসাইকেলআরোহী হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তাদের মানসিকভাবে দুর্বল করতে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।তবে অন্যান্য দিকগুলোও খতিয়ে দেখা হবে, বলেছেন তিনি।এ প্রেক্ষাপটে জঙ্গি দমনে দায়িত্বরত অন্যান্য পুলিশ কর্মকর্তাদের পরিবারের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, হ্যাঁ, বিষয়টি এখন ভাবার সময় হয়েছে। জঙ্গিরা যখন কোণঠাসা হয়ে পড়েছে এবং ধিক্কৃত হচ্ছে তখন তারা এ ধরনের পথ বেছে নিয়েছে।অন্যান্য কর্মকর্তাদের পরিবারের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হবে।চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল মাঠে বিজিবির ৮৮ ব্যাচের সৈনিকদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শনের পর সাংবাদিকদের এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে শহরে এসপি বাবুলের বাসায় যাবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here