যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় ইরানের বিমান কেনা সংক্রান্ত চুক্তি

0
0

Iran says Airbus deal still awaiting US green lightইরানের বিমান কেনা সংক্রান্ত ইউরোপীয় এয়ারবাস কোম্পানির সঙ্গে করা চুক্তিটি বর্তমানে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। ইরানের উপ-পরিবহনমন্ত্রী আসগর ফখরিয়েহ কাশান শুক্রবার এ কথা বলেন।গত মধ্য জানুয়ারিতে ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেয়ার সময় থেকে দেশটি তিনটি পশ্চিমা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাছ থেকে ২শ বিমান কেনার অর্ডার দেয়। কিন্তু এয়ারবাসের ১০ শতাংশেরও বেশি যন্ত্রাংশ আমেরিকার তৈরি বলে এসব কিনতে যুক্তরাষ্ট্রের অফিস অব ফরেন অ্যাসেট্স কন্ট্রোল(ওএফএসি)এর অনুমোদন লাগবে।

গত প্রায় দু’দশক ধরে পশ্চিমা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো ইরানের কাছে বিমান, সরঞ্জাম কিংবা খুচরা যন্ত্রাংশ বিক্রি করতে পারছে না। কিন্তু অবরোধ তুলে নেয়ার পর গত জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির প্যারিস সফরকালে তেহরান ও এয়ারবাসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গত ১৮ এপ্রিল ফ্রান্সের পরিবহণ মন্ত্রী এলিয়ান ভিদালিস তেহরান সফরকালে জানান, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের অনুমোদন পাওয়া যাবে।
তবে সম্প্রতি এয়ারবাসের বিক্রয় প্রধান জন লেহাই এভিয়েশন ডেইলির ওয়েবসাইটে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here