শহীদ জিয়ার শ্রেষ্ঠ অর্জন হচ্ছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা: মেয়র মিজান

0
293

bnp1

শহীদ জিয়ার শ্রেষ্ঠ অর্জন হচ্ছে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। আর এ অর্জনকে অর্জিত করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াসহ যারাই জাতিকে স্বপ্ন দেখিয়েছেন, তৈরী করেছেন তাদের সকলকে যথাযথভাবে সম্মান প্রদর্শন জাতি হিসাবে আমাদের কর্তব্য। তাদের যথাযথ সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হলে বাংলাদেশের সঠিক ইতিহাস নির্মান করতে হবে নির্মোহভাবে।

শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। এই ক্ষনজন্মা পুরুষই স্বাধীনতার ঘোষাণা দিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে বন্ধ হওয়া গণতন্ত্র আবারও চালু করেন। তিনি বলেন গুম, খুন আর জুলুম-নির্যাতন করে কোন সরকার বেশীদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনরোষে পড়ে তাদের বিদায় নিতেই হবে। শহীদ জিয়াউর রহমানের ৩৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর যুবদলের উদ্যেগে মুন্ডুমালা বাজারস্থ অস্থ্ায়ী কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্মরণ সভায় প্রধান অতিথি বক্তব্যে উপজেলা যুবদলের সভাপতি ও তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান এসব কথা বলেন। তিনি আরও বলেন বর্তমান সরকারের নির্যাতনে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী।

স্মরণ সভায় পৌর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রেজানুল ইসলামের রেজার সভাপত্বিতে উপস্থিত বক্তিতা দেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি প্রভাষক নুরুল ইসলাম, সহসভাপতি আবুল কাশেম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ কবির প্রমুখ। এসময় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সংহতি কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here