বিশৃঙ্খলা তৈরির রাজনীতি করে কোনো লাভ নেই: স্বাস্থ্যমন্ত্রী

0
0

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষা দিয়েই নার্স নিয়োগ দেয়া হবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরির রাজনীতি করে কোনো লাভ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।শুক্রবার দুপুরে ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।নাসিম বলেন, তবে যেসব নার্স পিএসপির নির্ধারিত পরীক্ষা বর্জন করেছে তাদের আগামী ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সকল সার্কুলারের পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ থাকছে।

রাজনৈতিক নেতারা নার্সদের আন্দোলন নিয়ে যে রাজনীতি করছেন তা সফল হবে না বলেও সতর্ক করেন মন্ত্রী। এদিকে, ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শুক্রবারের নার্স নিয়োগ পরীক্ষা বর্জন করে নার্সিং ইনিস্টিটিউটের পাশে অনুষ্ঠিতব্য কর্মসূচি স্থগিত করা হয়েছে।শুক্রবার বিকেলে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের অরিতিরিক্ত মহাসচিব খাদেমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, আজ আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। শনিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

কী কারণে শেষ মুহূর্তে এসে কর্মসূচি স্থগিত করা হলো জানাতে চাইলে তিনি বলেন, আজকের নার্স নিয়োগ পরীক্ষায় কতজন অংশ নিয়েছেন এবং কতজন পরীক্ষা বর্জন করেছেন সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য আমাদের কাছে নেই। তথ্য হতে পেয়ে কাল সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।এর আগে শুক্রবার সকাল ১০ থেকে পূর্বনির্ধারিত সিনিয়র স্টাফ নার্স পদের জন্য লিখিত পরীক্ষা শুরু হলেও সেই পরীক্ষা বর্জন করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পাশে নার্সিং ইনিস্টিটিউটে অবস্থান নেন নার্সরা। উল্লেখ্য, গত ১ জুন ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওকালে পুলিশের লাঠিচার্জে আন্দোলনরত অন্তত ৫ নার্স আহত হলেও উল্টো আন্দোলনকারী ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১ হাজার ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় পুলিশের কাজে বাধা দেয়া ও হামলার অভিযোগ আনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here