পর্তুগালের বিপক্ষে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

0
339

পর্তুগালের বিপক্ষে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়ইউরোর প্রস্তুতিটা ভালোভাবেই সেরে রাখছে ইংল্যান্ড। বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আরেকটি জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। ক্রিশ্চিয়ানো রোনালদোহীন পর্তুগালের বিপক্ষে রয় হজসনের দলের রোমাঞ্চকর জয়টা ছিল ১-০ গোলের ব্যবধানে।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইটা জমিয়ে দিয়েছিল পর্তুগিজরা। ম্যাচের ৩৫ মিনিটে অবশ্য বড়সড় এক ধাক্কা খায় তারা। এ সময়ে স্বাগতিক দলের খেলোয়াড়কে বাজেভাবে ট্যাকেল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পর্তুগালের ডিফেন্ডার ব্র“নো এদুয়ার্দো।পরে দশ জনের দল নিয়ে রক্ষণাত্মকভাবে খেলতে থাকে পর্তুগাল। ইংলিশদের একের পর এক আক্রমণ রুখে দেয় সফরকারীরা। এভাবে আর কতক্ষণ চলে? ম্যাচের প্রায় অন্তিম লগ্নে (৮৬ মিনিট) রহিম স্টার্লিংয়ের উড়িয়ে দেয়া বল দুর্দান্ত এক হেডে পর্তুগালের জালে জড়ান ক্রিস স্মালিং।

ইংলিশ ডিফেন্ডারের এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। পর্তুগালের বিপক্ষে ঘাম ঝরানো জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। যেভাবেই হোক, জয় তো জয়ই! ইউরোতে ভালো খেলার জন্য এই জয় রুনি-ভার্ডিদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে, এ কথা নির্দ্বিধায় বলা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here