সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জিহাদি বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। সোমালিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বৃহস্পতিবার একথা জানান।খবরে বলা হয়, প্রথমে এক আতœঘাতী বোমা হামলাকারী নগরীর অভিজাত অ্যাম্বাসেডর হোটেলের ফটকে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। তারপর বন্দুকধারীরা ছয়তলা বিশিষ্ট ওই ভবনে হামলা শুরু করে। এ ঘটনায় বুধবার সন্ধ্যার পর থেকে সেখানে সোমালিয়া নিরাপত্তা বাহিনীর সাথে শাবাব যোদ্ধাদের যুদ্ধ চলে।
নিরাপত্তা মন্ত্রী আব্দিরিজাক ওমর মোহাম্মাদ বলেন, ‘নিরাপত্তা বাহিনীর অভিযানে সেখানে থাকা সকল বন্দুকধারী নিহত হয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, সেখানে এ হামলার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং এতে আরো অনেকে আহত হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়াদের এবং নিহতদের লাশের সন্ধানে বিধ্বস্ত ওই ভবনের ধ্বংসস্থপের ভেতরে উদ্ধারকর্মীরা তল্লাশি অভিযান চালাচ্ছে।
তিন সন্দেহভাজন হামলাকারীর লাশ হোটেলের বাইরে ময়লা-আবর্জনার ভেতরে পড়ে থাকতে দেখা যায়। হোটেলের ফটকে শক্তিশালী গাড়িবোমার বিস্ফোরণ ঘটানোর পর শাবাব যোদ্ধারা ওই অভিজাত হোটেলে হামলা করায় বুধবার সন্ধ্যায় এ অভিযান শুরু করা হয়। সোমালিয়ার সরকারি কর্মকর্তা ও দেশের অভিজাত শ্রেণীর লোকজনের কাছে এ হোটেল অনেক জনপ্রিয়।হাসপাতাল ও নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, এ হামলায় প্রায় ৪০ জন আহত হয়েছে।এ হামলা শুরুর ১৩ ঘন্টারও বেশী সময় পর বৃহস্পতিবার ভোরে সেখানে গোলাগুলির শব্দ শোনা যায়।