বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই ভোটারবিহীন সরকার, যাদের কোনো জনসমর্থন নেই তাদের বাজেটে আবার কিসের প্রতিক্রিয়া? বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।এসময় ২০১৬-২০১৭ সালের জাতীয় বাজেটকে মিথ্যা, চুরি, চোর ও দুর্নীতির বাজেট বলে আখ্যায়িত করেন তিনি। তিনি বলেন, বাজেটে সাধারণ মানুষের কোনো রকম অধিকার থাতবে না বা জনকল্যাণও হবে না।
দাবি ও গণতান্ত্রিক অধিকারের প্রতি তোয়াক্কা না করে মানুষের ওপর নিষ্ঠুর নির্যাতন চালানোই যেন বর্তমান ক্ষমতাসীনদের প্রধান দায়িত্ব। এসব ন্যাক্কারজনক, অমানবিক ও হৃদয়হীন কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে। আর যে কারণে দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো আইনের বাহিনী না হয়ে এখন আওয়ামী লীগের মার্সিনারিতে পরিণত হয়েছে। গোটা দেশটা যেন আওয়ামী পৈতৃক সম্পত্তি মনে করে তারা মগের মুল্লুক কায়েম করেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের কোনো কারাগারেই বন্দি করে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মামলা নিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া দেয়া হবে।এ প্রসঙ্গে তিনি আরো বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা সরকারের দুরভিসন্ধিমূলক চক্রান্ত। কারণ, বিএনপির চেয়ারপারসন হচ্ছেন গণতন্ত্রের প্রতীক, হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের আপোষহীন সিপাহসালার। উনাকে নানা দিক দিয়ে বিপর্যস্ত করার জন্য সরকার অনেকদিন ধরেই চক্রান্ত এঁটে আসছে।
তিনি আরো বলেন, এই কারণেই তারা জনগণের ইচ্ছা-সমর্থন ছাড়া জোর করে ক্ষমতায় বসে আছে। যে সময় ঘটনাটি (যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ) ঘটেছে বিএনপির চেয়ারপারসন তখন গুলশান কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন। বালির ট্রাক দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। তার কার্যালয়ের টেলিফোন ও বিদ্যুতের লাইন কেটে দেয়া হয়। উনি (খালেদা) তাহলে কোন দিক দিয়ে নির্দেশ দিলেন?’
প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, ‘ক্ষমতাসীন দল ক্ষমতার জোরে নিজেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনারও মামলা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা নিজের সব মামলা প্রত্যাহার করে নিয়েছেন। নিজেদের দলের নেতাকর্মীদের সব মামলাও প্রত্যাহার করে নিয়েছেন। অথচ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাগুলো চলছে। এটা সরকারের বেআইনী কাজ।সরকারকে গণবিচ্ছিন্ন আখ্যা দিয়ে তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছেন। তাকে ভয় পেয়েই সরকার এই কাজগুলো করছেন, যাতে বিএনপির চেয়ারপারসন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। কিন্তু এটা তাদের ভুল ধারণা। উনার উপস্থিতি দেশের লক্ষ লক্ষ নেতাকর্মীকে উজ্জীবিত করে, জাতীয়তাবাদী শক্তিকে অনুপ্রাণিত করে। সুতরাং দেশের কোনো কারগারেই তাকে (খালেদা জিয়া) বন্দি করে রাখা যাবে না।