চুয়াল্লিশ বছরের পথ পরিক্রমায় নাট্যচক্র এ দেশের নাট্যচর্চায় নানাভাবে অবদান রেখে চলেছে। এবার দলের সহ সভাপতি নাট্যকার ও নির্দেশক গোলাম সারোয়ার এর নির্দেশিত ০৭(সাত)টি নাটক নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ২৮ মে থেকে ০৩ জুন ‘সপ্তবর্ণা নাট্যোৎসব ২০১৬’ আয়োজন করা হয়েছে।
আগামীকাল ০৩ জুন ২০১৬ শুক্রবার সন্ধ্যা ৬.৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক জনাব কামাল লোহানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও অভিনেতা জনাব মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাট্যক্র এর সভাপতি নাট্যব্যক্তিত্ব ম হামিদ এবং অনুভূতি ব্যক্ত করবেন নাট্যকার ও নির্দেশক গোলাম সারোয়ার। স্বাগত বক্তব্য প্রদান করবেন সপ্তবর্ণা নাট্যোৎসবের আহ্বায়ক জনাব দেবপ্রসাদ দেবনাথ। সমাপনী আলোচনা শেষে মঞ্চস্থ হবে নাট্যচক্র পরিবেশিত গোলাম সারোয়র রূপান্তরিত মলিয়ের নাটক ‘ভদ্দরনোক’। এছাড়াও জাতীয় নাট্যশালার বহিরাঙ্গনে বিকাল ৫টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।