গাজীপুরে বাস চাপায় নারী পোশাক শ্রমিক নিহত, বাসে আগুন ও ভাংচুর

0
0

Gazipur-(4)- 02 June 2016-Road Accident-5

গাজীপুরে বৃহস্পতিবার বাস চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় উত্তেজিত শ্রমিকরা ৩টি বাসে অগ্নিসংযোগ ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এসময় ঢাকা-আশুলিয়া-চন্দ্রা মহাসড়কে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। নিহতের নাম মালেকা আক্তার (২৫)। সে ময়মনসিংহের মুক্তাগাছা থানার শিবপুর এলাকার আব্দুর রহমানের মেয়ে এবং গাজীপুরের জিরানী বাজার এলাকার রেডিয়েল পোশাক কারখানার শ্রমিক।

সালনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ দাউদ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে খাবারের বিরতির সময় বাসায় যাওয়ার জন্য পোশাক শ্রমিক মালেকা কারখানা থেকে বের হয়ে গাজীপুরের জিরানী বাজার এলাকায় ঢাকা-আশুলিয়া-চন্দ্রা মহাসড়ক পার হচ্ছিল। এসময় ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সড়কে নেমে আসে এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে। এসময় উত্তেজিত শ্রমিকরা ওই বাসসহ সড়কে চলাচলকারী তিতাস ও ইতিহাস পরিবহন সার্ভিসের মোট ৩টি বাসে অগ্নিসংযোগ তিনটি বাসে করে। খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাস আটক করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় ওই মহাসড়কে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here