বরিশালের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী বন্দুকযুদ্ধে নিহত

0
0

বরিশালের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী বন্দুকযুদ্ধে নিহতবরিশাল জেলা পুলিশের পুুরস্কার ঘোষিত ডাকাত সর্দার ও শীর্ষ সন্ত্রাসী সেলিম হাওলাদার (৪০) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এসময় সেলিম বাহিনীর হামলায় দুই এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি পাইপগান, দুটি রামদাসহ ৪ রাউন্ড বন্দুুকের গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে জেলার মুলাদী উপজেলার শফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী এলাকার আমানতগঞ্জ বাজারে।

মুলাদী থানার ওসি মোঃ মতিউর রহমান জানান, মঙ্গলবার ভোরে শীর্ষ সন্ত্রাসী সেলিমকে ঢাকার কেরানীগঞ্জ থানার খোলামোড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-১০ এর সদস্যরা। ওইদিন দুপুরে সেলিমকে মুলাদী থানায় সোপর্দ করে র‌্যাব। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে সেলিমের স্বীকারোক্তি অনুযায়ী রাত তিনটার দিকে পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য সেলিমকে নিয়ে বের হন। এসময় উত্তর বালিয়াতলী এলাকার আমানতগঞ্জ বাজারের সন্নিকটে পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সেলিমের সহযোগীরা তাকে (সেলিম) ছিনিয়ে নেয়ার জন্য পুলিশের ওপর গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসী সেলিম পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে মুলাদী থানার এস.আই ফারুক, এসআই কমল ও কনেস্টবল পারভেজ আহত হয়। ঘটনাস্থল থেকে দুটি পাইপগান, ৪ রাউন্ড বন্দুকের গুলি, দুটি রামদা, দুটি লোহার রড ও দুটি বন্দুকের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সেলিমের বিরুদ্ধে ডাকাতি অপহরনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের ১১টি মামলা রয়েছে। সে (সেলিম) উত্তর বালিয়াতলী গ্রামের মৃত হাবিবুর রহমান হাওলাদারের পুত্র। আহত পুলিশ সদস্যদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, সেলিমকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষনা করেছিলো জেলা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here