জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রোধ করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

0
0

01-06-16-PM_Parliament-5প্রধানমন্ত্রীশেখহাসিনা বলেছেন,বর্তমান সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদসহ যেকোন ধরনের অরাজকতা রোধ করতে দৃঢ় প্রতিজ্ঞ।তিনি বলেন,এর মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের মৌলিক ও মানবাধিকার সমুন্নত রাখতেও সরকার দৃঢ় প্রতিজ্ঞ।তিনি বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য এমএ আউয়ালের এক প্রশ্নের জবাবে একথা বলেন। শেখ হাসিনা বলেন,জঙ্গিবাদ, নাশকতা ও সহিংসতার সাথে জড়িত ও হুকুমদাতাদের আইনের আওতায় আনা ও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহকে নির্দেশ প্রদান করা হয়েছে।তিনি বলেন, সব সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক এবং মাদকদ্রব্যসহ সকল ধরনের অবৈধ মালামাল উদ্ধারে পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে।প্রধানমন্ত্রী বলেন, সকল প্রকার নাশকতা,ধ্বংসাত্মক কার্যকলাপ ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনগণের কাক্সিক্ষত সেবা নিশ্চিত করতে বিভিন্ন ইউনিটসমূহে ভিকটিম সাপোর্ট সেন্টার, ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স ডেস্ক, মহিলা ও শিশু ডেস্ক স্থাপন, থানাগুলোতে ওপেন হাউজ ডে অনুষ্ঠান এবং কমিউনিটি পুলিশ কর্মকর্তা নিয়োজিত করাসহ জনবান্ধব বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা সংক্রান্ত মামলার রহস্য উদঘাটনে সফলতার পরিচয় দিয়েছে। শেখ হাসিনা বলেন, সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ, বোমা হামলা, সহিংসতা ও নাশকতার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণসহ রুজুকৃত মামলাসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তপূর্বক আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়ার কার্যক্রম গৃহীত হচ্ছে।

তিনি বলেন, কূটনৈতিক ও বিদেশী নাগরিকদের নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যটন এলাকায় ভ্রমণকারী বিদেশী পর্যটকগণের নিরাপত্তা, দেশের গুরুত্বপূর্ণ প্রকল্পসহ বিভিন্ন এলাকায় কর্মরত ও অবস্থানরত বিদেশী নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশী ও গোয়েন্দা নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন,দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মানুষ ন্যায় বিচার পাচ্ছে। ফলে শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে দেশী-বিদেশী নাগরিকগণ তাদের জীবন-যাপন ও ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে।তিনি বলেন, বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার কারণে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে এবং দেশের অর্থনৈতিক ভিত্তি দৃঢ়তর হচ্ছে।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রয়াত মুক্তিযোদ্ধা প্রমোদ মানকিন একজন রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন একজন মানবদরদী ও সমাজসেবক।সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে আজ সংসদে আনীত শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। শেখ হাসিনা বলেন, প্রমোদ মানকিন একজন সাংস্কৃতিমনা অমায়িক মানুষ ছিলেন। এ জন্য নবম জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার পর তাকে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, তিনি তার নির্বাচনী এলাকাসহ ময়মনসিংহ অঞ্চলের ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক। খ্রিস্টান ধর্মের মানুষের পাশাপাশি তিনি গারো সম্প্রদায়েরও প্রতিনিধিত্ব করতেন। ময়মনসিংহ অঞ্চলের গারো সম্প্রদায়সহ প্রত্যেকটি ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর উন্নয়নে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এ ধরনের সমাজসেবক পাওয়া সত্যিই কঠিন। এলাকার মানুষ ও তাদের উন্নয়নে তিনি অনেক কাজ করেছেন।তিনি বলেন, সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অসহায় দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে থাকে। দশম জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার পর প্রমোদ মানকিনকে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুর পর তিনি এই মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে নিঃস্বার্থ ও অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন।প্রধানমন্ত্রী বলেন, জন্মিলে মরিতে হবে এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু প্রমোদ মানকিনের মৃত্যুতে আওয়ামী লীগ একজন ভাল নেতাকে হারিয়েছে। তার মৃত্যুতে দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে।প্রমোদ মানকিন সম্পর্কে স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, ১৯৯১ সালে তাকে ডেকে এনে জাতীয় সংসদের মনোনয়ন দেয়া হয়েছিল। সেই থেকে তিনি আওয়ামী লীগ ও দেশের জন্য কাজ করেছেন। তিনি চলে গেছেন কিন্তু সম্মান নিয়ে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here