তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইয়েদ আহমেদ পলক বলেছে, একটি অ্যাপ একটি দেশের পুরো ইকনোমিকে পরিবর্তন করে দিতে পারে। এজন্য দরকার ইনোভেশন। ১০বছর আগে আমাদের দেশের ফরেন রিজার্ভের পরিমান ছিল ৫-৬বিলিয়ন ডলার। অথচ ফিনল্যান্ডের এক এ্যাংগ্রী বার্ড নামের অ্যাপ/গেম উদ্ভাবন করার পর তাদের ইকনোমিতে বছরে ১০বিলিয়ন ডলার যোগ হচ্ছে।
প্রতিমন্ত্রী বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটির উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে এক মতবিনিময় সভায় ওইসব কথা বলেন। প্রতিমন্ত্রী পলক এসময় নির্মাণাধীণ কালিয়াকৈর হাইটেক পার্কের পরিবর্তিত নাম ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’ নাম করনের আনুষ্ঠানিক ঘোষনা দেন। এসময় এ প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মুজিবুর রহমানসহ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আমাদের তরুন প্রজন্মের মধ্যে উদ্ভাবনী শক্তি বৃদ্ধিতে একটি প্রশিক্ষণ একাডেমী স্থাপন করা হবে। এখান থেকে আমরা আগামী পাঁচ বছরে এক হাজার পণ্য উদ্ভাবনে সাপোর্ট দেব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস এ থেকে এমন কিছু উদ্ভাবনী পণ্য আমাদের আসবে, যেটা দিয়ে পুরো বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি দ্রুতগতিতে এগিয়ে নেয়া সম্ভব হবে এবং বিশ্বে প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে।
তিনি বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্মদের আইটি বিষয়ে দক্ষ করে তুলতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২হাজার ৮০১টি শেখ রাসেল কম্পিউটার কাম ল্যাঙ্গুয়েজ ল্যাব প্রতিষ্ঠিত করা হচ্ছে। সেখানে শিশু-কিশোর ও কিশোরীরা অংক / ইংরেজীর মতো করে কম্পিটারে গ্রোগ্রামিং শিখবে। ভবিষ্যতে সেখান থেকে তৈরি হবে লাখ-লাখ/ কোটি-কোটি প্রোগ্রামার-কোডার, যারা আইটি সেক্টরকে বিশ্বে নেতৃত্ব দেবে নিয়ন্ত্রণ করবে। আগামী ১০বছরে আমাদের মেধা দিয়ে মেধা নির্ভর বাংলাদেশ তথা বিশ্ব গড়ে তোলার গ্রোগ্রাম হাতে নেয়া হয়েছে। আমরা আরো ১২টি আইটি পার্ক গড়ে তুলছি। যশোরে শেখ হাসিনা সফটওয়ার পার্কের মাল্টিট্যান্ট ভবনের এক লাখ বর্গফুট ফ্লোর নির্মান কাজ শেষ হয়েছে এবং ফ্লোর বরাদ্দের কাজ চলছে। রাজশাহীতে বরেন্দ্র সিলিকন সিটি, নাটোরে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, সিলেটে কোম্পানীগঞ্জে সিলেট ইলেক্ট্রনিক সিটি মহাখালীতে আইটি ভিলেজ এবং বিভিগীয় পর্যায়ে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।