সরকারের সব অর্জন ৫ মিনিটে শেষ হতে পারে: কাদের

0
0

সরকারের সব অর্জন ৫ মিনিটে শেষ হতে পারে- কাদের

সরকারের পাঁচ বছরের অর্জন পাঁচ মিনিটে শেষ হতে পারে। তাই সবাইকে আরো সর্তক হতে হবে। প্রধান শিক্ষক লাঞ্ছনার ঘটনায় প্রধানমন্ত্রীর সম্মতিতে প্রধান শিক্ষককে পুনর্বহাল ও কার্যকারী কমিটি ভেঙে দেয়া হয়েছে। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও তিনি ওই এলাকার মহাসড়কে যেন যানজট সৃষ্টি না হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোরগাপাড়া এলাকার ঢাকা েেমারগাপাড়া চলাচলকারী বোরাক পরিবহনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে প্রধানমন্ত্রীর সম্মতিতে স্বপদে বহাল করা হয়েছে বলে জানান সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, সরকার এখানে নির্বিকার নয়, নির্লিপ্ত নয়, সরকার নিশ্চুপও নয়। সরকারের এখানে অ্যাক্টভলি রেসপন্স করেছে। শিক্ষা মন্ত্রণালয় ত্বরিত গতিতে একটা কমিটি করে প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করে শাস্থিতমূলক ব্যবস্থা অলরেডি নিয়েছে। এবং আদালতকেও এ বিষয়ে অবহিত করতে আদালত নির্দেশনা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় যে ব্যবস্থা নিয়েছে, আমরা সরকারের সব মন্ত্রী একমত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতেই এ সিদ্ধান্ত হয়েছে। কাজেই সরকার এ ব্যাপারে নির্বিকার অথবা নির্লিপ্ত নয়।মন্ত্রী বলেন, আমরা যাঁরা রাজনীতি করি, যাঁরা জনপ্রতিনিধি, তাঁদের উদ্দেশে বলছি যে, পাঁচ বছরের অর্জন পাঁচ মিনিটের খারাপ আচরণে শেষ হয়ে যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here