সম্পদ বাজেয়াপ্ত করতে এমপি রানার বাড়িতে পুলিশ

0
0

সম্পদ বাজেয়াপ্ত করতে এমপি রানার বাড়িতে পুলিশ
টাঙ্গাইল মডেল থানার সাব ইন্সপেক্টরের নেতৃত্বে সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানার বাসায় পুলিশি অভিযান চলছে। টাঙ্গাইল সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম কিবরিয়ার আদেশে শুক্রবার দুপুর ১২টার দিকে তার বাসায় এ অভিযান শুরু হয়। প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদ হত্যার অভিযোগে টাঙ্গাইলের-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানা ও তার ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র শহিদুর রহমান খান মুক্তি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা ও পরিবহন ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকনসহ নয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হয়। পরে আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল শহরের কলেজপাড়ায় নিজ বাসভবনের সামনে থেকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর নিহত ফারুর আহম্মদের স্ত্রী নাহার আহম্মেদ বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here